সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ভারতের জয়ে ব্যাট হাতে অসাধারণ ভূমিকা নিয়েছেন চেতেশ্বর পূজারা। আর এজন্য ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন তিনি। কিন্তু সিরিজ জয়ের পর যখন উত্সব-উচ্ছ্বাসের পালা এল, তখন আর ২২ গজের সেই সাবলীল পূজারাকে পাওয়া গেল না। সহ খেলোয়াড়রা টেনে ধরে নাচানোর চেষ্টা করলেন তিন নম্বরকে।


সিরিজ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পূজারার এই স্বভাব নিয়ে মজা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি মাঠে খেলোয়াড়দের এই নাচকে ''পূজারা ডান্স' অ্যাখ্যা দিয়েছেন।

সিরিজে তিন শতরান সহ ৫২১ রান করেছেন পূজারা। কিন্তু নাচের সময় হাত-পা চলল না তাঁর। সাংবাদিক বৈঠকে এই নাচের ব্যাপারে প্রশ্ন করা হলে হাসতে হাসতে কোহলি বলেছেন, ভারতীয় দল পূজারা ডান্স করেছিল। কারণ, ও যখন হাঁটে তখন হাত নড়াচড়া করে না।

অধিনায়ক বলেছেন, পূজারার হাঁটার ধরন অনুসরন করে ঋষভ ওই নাচের  শুরু করেছিল।আমার ঠিকঠাকই লেগেছিল।তাই ওতে যোগ দিই।সত্যি কথা বলতে কী, ও কী করতে চাইছিল, আমি জানি না। আমার ভালো লাগল, কারণ, ওটা খুব সহজ ছিল। কিন্তু পূজারা এটাও পারল না। দেখতেই পারছেন, ও কতটা সাদাসিধে।




কোহলি জানালেন, এই নাচে নেতার ভূমিকায় ছিলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্ত।