নয়াদিল্লি: এবার গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন ভারতের টেস্ট দলের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। আজ গ্লস্টারশায়ারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ১২ এপ্রিল থেকে ২২ মে-র মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ৬টি ম্যাচ খেলবেন পূজারা।


এর আগে ডার্বিশায়ার, ইয়র্কশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন পূজারা। এবার তিনি নতুন দলে যোগ দেবেন। ১৯৯৫ সালে গ্লস্টারশায়ারের হয়ে খেলেছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগল শ্রীনাথ। ২৫ বছর পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কাউন্টি দলের হয়ে খেলবেন পূজারা।

বর্তমানে ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে পূজারা। তিনি গ্লস্টারশায়ারে যোগ দেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, ‘এই মরসুমে গ্লস্টারশায়ারের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি খুশি। এই ক্লাবের সুদীর্ঘ ক্রিকেট ইতিহাস আছে। আমাকে সুযোগ দেওয়ায় ক্লাবের কাছে কৃতজ্ঞ। ব্রিস্টলে সতীর্থদের সঙ্গে মিলিত হওয়া এবং রান করার অপেক্ষায় আছি। গত কয়েক মরসুমে কাউন্টি ক্রিকেট খেলা উপভোগ করেছি। আশা করি আমার খেলার উন্নতি হবে।’