নয়াদিল্লি: ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে ব্যাট হাতে লড়াই করা, বড় বড় ইনিংস খেলার জন্য বিখ্যাত চেতেশ্বর পূজারা। ব্যাটার পূজারার দক্ষতার বিষয়ে সকলেই অবগত। তবে বোলার পূজারাকে কি দেখেছেন কখনও?
এক ওভার বল করেন পূজারা
৯৬টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে মাত্র এক ওভারই বল করেছেন পূজারা। তাই স্বাভাবিকভাবেই তাঁকে বোলিং করতে দেখার দৃশ্য কার্যত বিরল। তবে এমনই দৃশ্য দেখা গেল কাউন্টি চ্যাম্পিয়নশিপে। কাউন্টির দ্বিতীয় ডিভিশনে সাসেক্সের হয়ে লেস্টারশায়ারের বিরুদ্ধে বুধবার (১৩ জুলাই) বোলিং করতে দেখা গেল ভারতীয় তারকাকে। এক ওভারই লেগ স্পিন করেন পূজারা। সোশ্যাল মিডিয়ায় সেই ওভারের ভিডিয়ো শেয়ারও করেছে সাসেক্স।
লেস্টারের রেকর্ড পার্টনারশিপ
পূজারা সেই ওভারে আট রান খরচ করেন। কোনও ব্যাটারই এই ওভারে খুব বেশি চাপে পড়েননি। কারণ পিচে না স্পিনের জন্য কোনওরকম সহায়তা ছিল, না পূজারা আহামরি বোলিং করছিলেন। ম্যাচে লেস্টারের হয়ে কলিন অ্যাকারম্যান ও মুল্ডার, উভয়ই দ্বিশতরান করেন। অ্যাকারম্যান ২৭৭ ও মুল্ডার ২৩৫ রানে অপরাজিত থাকেন। সাসেক্সের ৫৮৮ রানের জবাবে লেস্টার চার উইকেটের বিনিময়ে ৭৫৬ রানে ইনিংস ডিক্লেয়র ঘোষণা করে। প্রসঙ্গত, অ্যাকারম্যান ও মুল্ডারের ৪৭৭ রানের পার্টনারশিপ, কাউন্টি চ্যাম্পিয়নশিপে যে কোনও উইকেটের জন্য লেস্টারের সর্বোচ্চ পার্টনারশিপ।
আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট না নিলেও, ঘরোয়া ক্রিকেটে কিন্তু ছয় উইকেট রয়েছে পূজারার দখলে। তাঁর বোলিং দেখে অনেক নেটিজেন তো আবার মজা করে দাবি করছেন ভারত নাকি নতুন একজন স্পিনারকে পেয়ে গেল। প্রসঙ্গত, কাউন্টিতে দুরন্ত ছন্দে থাকা পূজার, এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করেই সাজঘরে ফেরেন।