নয়াদিল্লি: টি ২০ ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের ব্যাটে ঝড়। বোলারদের নির্দয় প্রহার করে ব্যাটসম্যানরা মাঠের বাইরে বল ফেলছে। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের কথা ভাবলে সবার প্রথমে এটাই মাথায় আসে। কিন্তু ওই ধারণা কিন্তু খাটল না চিনের দলের ক্ষেত্রে। ২০২০-র টি ২০ বিশ্বকাপে খেলার লক্ষ্যে যোগ্যতা নির্নায়ক পর্বে খেলতে নেমেছিল চিন। তাইল্যান্ডে ছিল ম্যাচ। ২০ ওভার ব্যাট করল চিন। তবে রান উঠল মাত্র ৩৫। উইকেট পড়ল নয়টি।
টি ২০ চালু হওয়ার পর ২০ ওভারে এটাই কোনও দলের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাইল্যান্ড।
চিনের অধিনায়ক চেন শিওরন্যান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগেনি। চতুর্থ ওভারে মাত্র ৭ রানে প্রথম উইকেট পড়ে। এরপর থেকে সবাই আয়ারাম-গয়ারাম। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮ রান।
২০২০-র বিশ্বকাপে খেলার জন্য ৬২ বলে ১২ আঞ্চলিক ম্যাচ খেলছে। এই দলগুলির মধ্যে ২৫ দল পাঁচ আঞ্চলিক ফাইনালে খেলবে। তাদের মধ্যে ৮ দল চূড়ান্ত যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলবে। অস্ট্রেলিয়ার আগামী টি ২০ বিশ্বকাপে নয়টি দল সরাসরি খেলবে। বাকি ছয়টি দল যোগ্যতা নির্নায়ক পর্ব পেরিয়ে পৌঁছবে।