অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনে বিশ্রীভাবে হেরেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজ জয়ের লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে ভারতকে। এই অবস্থায় অলক্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু ব্রিগেড। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে হারিয়েছে তারা। চলতি টি ২০ সিরিজেও সেই জয়ের ধারা বজায় রাখতে হলে আজ জিততেই হবে ভারতকে।
গত বুধবারের ম্যাচে ভারতীয় বোলিং বা ব্যাটিং-কোনওটিই ক্লিক করেনি। আয়োজক দেশের অলরাউন্ড পারফরম্যান্সের কাছে আত্মসমর্পণ করে রোহিত শর্মার দল। কিউই ওপেনার টিম সেইফার্ট (৪৩ বলে ৮৪ রান) যথেচ্ছ রান তুলেছেন। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও হার্দিক পান্ড্যকে নিয়ে গঠিত ভারতের পেস ব্যাটারি তাঁর ব্যাটিংয়ে কোনও রাশ টানতে পারেনি।
এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট খলিলের পরিবর্তে মহম্মদ সিরাজ বা সিদ্ধার্থ কউলকে প্রথম একাদশে নিয়ে আসতে পারে।
গত ম্যাচে ব্যাটিংও একেবারেই ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ের মুখে কিছুটা প্রতিরোধ এসেছিল মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট থেকে। তিনি ৩১ বলে ৩৯ রান করেছিলেন। আট ব্যাটসম্যানে খেলেও ভারত ১৩৯-এ গুটিয়ে যায়। ৮০ রানে হারতে হয় ভারতকে। টি ২০ তে যা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার।
প্রথম ম্যাচে ব্যাটিং শক্তিশালী করতে অলরাউন্ডার ক্রুনাল পান্ড্যকে খেলিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা ক্রুনালকে বসিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলাতে পারেন।
স্লগ ওভারে যথেষ্ট ইকোনমিক্যাল কুলদীপ। আর গত ম্যাচে মাঝের ওভারগুলিতে ভারত প্রচুর রান দিয়েছে। তাই প্রথম একাদশে কুলদীপের ফেরার জোরাল সম্ভাবনা রয়েছে।
ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, ভারতের উচিত সেরা বোলারদের নামিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। তিনি বলেছেন, যুজবেন্দ্র চহাল আর কুলদীপ- এই দুই স্পিনারকে দিয়ে নিউজ়িল্যান্ড ব্যাটসম্যানদের আক্রমণ করা উচিত।
অকল্যান্ডে টি ২০ সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকার লড়াই ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2019 09:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -