পোর্ট অফ স্পেন: একদিনের আন্তর্জাতিকে আরও একটি নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি কিংবদন্তী ব্রায়ান লারাকে টপকে একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন। ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ১১ রান করে এই রেকর্ড গড়েন। ক্যারিবিয়ানদের হয়ে একদিনের আন্তর্জাতিকে ২৯৫ ম্যাচে লারার রান ১০,৩৪৮। এখনও পর্যন্ত ২৯৭ ম্যাচে গেইলের রান ১০,৩৪৯। গেইল অবশ্য বিশ্ব একাদশের হয়েও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর মোটে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ৩০০। লারা বিশ্ব একাদশের হয়ে দু’টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। মোট ম্যাচ খেলার হিসেবেও তাঁকে টপকে গিয়েছেন গেইল। তিনিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললেন।


সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং মোট রানের হিসেবে সবার আগে ভারতের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান করেছেন। সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার হিসেবে সচিনের পরের তিনটি স্থানে শ্রীলঙ্কার তিন প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে (৪৪৮ ম্যাচ), সনৎ জয়সূর্য (৪৪৫ ম্যাচ) ও কুমার সঙ্গাকারা (৪০৪) ম্যাচ।