পোর্ট অফ স্পেন: আরও একটি নজির গড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বিরাট। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২০ রানের ইনিংসের ফাঁকে এই নজির গড়েন বিরাট। একদিনের আন্তর্জাতিকে সৌরভের রান ১১,৩৬৩। ৩২-তম ওভারের চতুর্থ বলে একটি রান নিয়ে সৌরভকে টপকে যান বিরাট। তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর। একদিনের আন্তর্জাতিকে মাস্টার ব্লাস্টারের রান ১৮,৪২৬।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে পাকিস্তানের কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদেরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট। এতদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ছিল মিয়াঁদাদের। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৯৩ সালে। ৬৪ ইনিংসে তাঁর রান ১,৯৩০। মাত্র ৩৪ ইনিংসে বিরাট করে ফেলেছেন ১,৯৬২ রান।

বিরাটের ১২০ ও শ্রেয়স আইয়ারের ৭১ রানের সুবাদে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে। ক্যারিবিয়ানদের হয়ে কার্লোস ব্রেথওয়েট ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় ৪৬। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২৭০। সেই রান তাড়া করতে গিয়ে ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬৫ রান করেন এভিন লিউইস। নিকোলাস পুরাণ করেন ৪২ রান। ভুবনেশ্বর কুমার চারটি এবং মহম্মদ শামি ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন।

দলকে জেতানোর পর বিরাট বলেছেন, ‘আমরা জানতাম, ২৭০ রানের বেশি করতে পারলেই জয় সহজ হয়ে যাবে। দলের প্রয়োজনের মুহূর্তে শতরান করতে পেরে ভাল লাগছে। শিখর (ধবন) ও রোহিত (শর্মা) বড় রান করতে পারেনি। প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে একজনকে বড় রান করতেই হয়। আমি সেই দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিলাম। পরে ব্যাটিং করা কঠিন হয়ে গিয়েছিল। বৃষ্টির ফলে ব্যাটিং করা কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। না হলে ক্যারিবিয়ানরা আরও সমস্যায় পড়ত।’