সিডনি: এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর বিরুদ্ধে বিরাট মামলা জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। আদালতের নির্দেশ অনুযায়ী, গেইল ওই সংস্থা থেকে পাবেন ৩ লাখ অস্ট্রেলীয় ডলার বা ভারতীয় মুদ্রায় দেড়কোটির বেশি টাকা।


ফেয়ারফ্যাক্স মিডিয়া নামে ওই সংবাদমাধ্যম গোষ্ঠী সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ পত্রিকা প্রকাশ করে। ২০১৬-য় একাধিক রিপোর্ট বার করে তারা অভিযোগ করে, গেইল জনৈক মহিলা মাসাজ থেরাপিস্টকে তাঁর যৌনাঙ্গ দেখিয়েছেন। ২০১৫-র বিশ্বকাপ চলাকালীন ঘটেছে এই ঘটনা, ড্রেসিং রুমে ওই থেরাপিস্টকে আপত্তিকর প্রস্তাবও দেন তিনি।

কিন্তু গেইল স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন, দাবি করেন, যে সাংবাদিকরা এই ‘খবর’ করেছেন, তাঁদের একমাত্র লক্ষ্য, তাঁকে শেষ করে দেওয়া।  যে সময় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়, তখন আর এক ওয়েস্ট ইন্ডিয়ান ডয়েন স্মিথও ছিলেন ড্রেসিং রুমে। তিনিও বলেন, এমন কিছু ঘটেনি।

এ বছর অক্টোবরে এই মামলা জেতেন ক্রিস গেইল। বিচারকরা জানান, ফেয়ারফ্যাক্স ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তারা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে পারেনি। গেইলের মত ক্রিকেটারের সুনামের পক্ষে এ ধরনের অভিযোগ অত্যন্ত ক্ষতিকর বলে বিচারক জানিয়েছেন।

ফেয়ারফ্যাক্স জানায়, যত দ্রুত সম্ভব এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা।

লাইভ টিভিতে এক অস্ট্রেলীয় উপস্থাপকের সঙ্গে একবার ফষ্টিনষ্টি করতে দেখা যায় গেইলকে, মহিলাকে তিনি পানশালায় যাওয়ার প্রস্তাব দেন, বলেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপরেই ওই সংবাদমাধ্যম গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ওই ‘খবর’গুলি প্রকাশ করে।

মামলা জিতে গেইল বলেছেন, তিনি এমন কিছু খবর রাখেন, যা থেকে দুর্দান্স সিনেমা হতে পারে, সাক্ষাৎকারের জন্য রীতিমত নিলাম হাঁকেন তিনি, টুইটারে দর শুরু হয় ৩ লক্ষ মার্কিন ডলার থেকে। আফশোস, নিলামে যোগ দেওয়ার কেউ মেলেনি।