কেপ টাউন: আইপিএল-এর নিলামের ঠিক আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন এই টি-২০ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ক্রিস মরিস। ২০২১-এ ১৪-তম আইপিএল-এর নিলামে দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। কিন্তু এবার অবসর নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটানসের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মরিস আজ অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। আমার এতদিনের চলার পথে যাঁদের কম বা বেশি অবদান আছে, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার এতদিনের যাত্রা ছিল মজার। টাইটানসে কোচ হিসেবে থাকব। এর জন্য ভাল লাগছে।’
ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি পেসার মরিস দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি টেস্ট ম্যাচ, ৪২টি একদিনের আন্তর্জাতিক এবং ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি টেস্ট ম্যাচে ৪৫৯ রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর মোট রান ১,৭৫৬ এবং টি-২০ ফর্ম্যাটে তাঁর মোট রান ৬৯৭। তিনি টেস্টে ১২টি উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিকে এই পেসারের উইকেট সংখ্যা ৪৮ এবং টি-২০ ফর্ম্যাটে তিনি ৩৪টি উইকেট নিয়েছেন।
৩৪ বছর বয়সি মরিসের ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে।
আইপিএল-এ বেশ কিছুদনি ধরেই পরিচিত মুখ এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস, রয়্যালস ব্যাঙ্গালোরের মতো দলগুলির হয়ে খেলেন তিনি। তবে আর আইপিএল-এ দেখা যাবে না তাঁকে। আগামী মাসে আইপিএল-এর নিলাম। তার আগেই অবসরের কথা ঘোষণা করে দিলেন মরিস। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে তাঁকে মনে রাখবেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, ৩৪ বছর বয়সেই অবসর না নিয়ে আরও কিছুদিন খেলতে পারতেন এই অলরাউন্ডার।