কলকাতা: এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ৩৪ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগকারিণীর বক্তব্য, আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলে ২০০৯ সালে রোনাল্ডো ধর্ষণ করেন তাঁকে। তারপর মুখ বন্ধ রাখার জন্য ৩৭৫,০০০ ডলার দেন।


অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আইনজীবী। যে জার্মান সংবাদপত্রে এই খবরটি বেরিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তাঁর দাবি, শেষ কয়েক বছরে এইরকম গুরুতর অভিযোগ এনে ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করা খুব কম ঘটেছে।

এই প্রথম এ ব্যাপারে মুখ খুললেন অভিযোগকারিণী। তাঁর বক্তব্য, রোনাল্ডো লাস ভেগাসে তাঁর ২ আত্মীয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। তখন এক সন্ধেয় তাঁর সঙ্গে পার্টি করেন তিনি। কিন্তু এরপর তাঁকে ধর্ষিত হতে হয়। ঘটনার পর রোনাল্ডো হাঁটু মুড়ে বসে তাঁর কাছে ক্ষমা চান, বলেন, তিনি ৯৯ শতাংশ একজন ভাল মানুষ, যা সমস্যা ওই বাকি ১ শতাংশে। তবে এতদিন তিনি কেন চুপ করেছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোনাল্ডোর আইনজীবীরা।

৫ বার ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডো অবশ্য এর আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন, তিনি যে সব যৌনতায় জড়িয়েছেন, সবই উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে। ২০০৩ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন।