নয়াদিল্লি: বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না, সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর যাবতীয় ক্ষমতা কেড় নিল প্রশাসক কমিটি। আজ জানিয়ে দেওয়া হয়েছে, বিসিসিআই-এর পদাধিকারীরা একতরফাভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনকী, লোঢা কমিটির সুপারিশ সংক্রান্ত মামলার খরচের জন্য বিসিসিআই-এর তহবিলও ব্যবহার করতে পারবেন না পদাধিকারীরা। তাঁরা প্রশাসক কমিটির অনুমতি ছাড়া কোনও বৈঠকে যোগ দিতে যেতে পারবেন না।


গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে বিসিসিআই-এর প্রশাসক কমিটি। সেই রিপোর্টে পদাধিকারীদের সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরপর আজ প্রশাসক কমিটির সঙ্গে বিসিসিআই-এর শীর্ষকর্তাদের লড়াই তুঙ্গে উঠল। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিসিসিআই-এর নয়া চুক্তি নিয়ে অসন্তুষ্ট প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। কারণ, ক্রিকেটারদের বিমা বাতিল হওয়ার পথে। অমিতাভ আবার বিসিসিআই-এর একটি পদে এক প্রাক্তন সাংবাদিককে বছরে ১.৬৫ কোটি টাকার বেতনে নিয়োগ করা নিয়ে আপত্তি জানান। এ বিষয়ে দু’পক্ষের দ্বন্দ্ব চরমে পৌঁছয়। এরপরেই আজ পদাধিকারীদের ক্ষমতা কেড়ে নিল প্রশাসক কমিটি।