নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ মেনে ক্রিকেটারদের সংস্থা গড়ার জন্য চার সদস্যের স্টিয়ারিং কমিটিতে কপিল দেবকে রাখার সুপারিশ করল বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি (সিওএ)। কপিল ছাড়া এই কমিটির বাকি তিন সদস্য হিসেবে অংশুমান গায়কোয়াড়, ভরত রেড্ডি ও জি কে পিল্লাইয়ের নাম প্রস্তাব করা হয়েছে।

লোঢা কমিটি প্রাথমিকভাবে স্টিয়ারিং কমিটিতে পিল্লাই, মহিন্দর অমরনাথ, ডায়না এডুলজি ও অনিল কুম্বলেকে রাখার প্রস্তাব দিয়েছিল। সুপ্রিম কোর্টে চতুর্থ স্টেটাস রিপোর্ট পেশ করে সিওএ জানিয়েছে, কুম্বলে ও অমরনাথ এই কমিটিতে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। ডায়না সিওএ সদস্য হওয়ায় তাঁর পক্ষেও স্টিয়ারিং কমিটিতে থাকা সম্ভব হবে না। তাই কপিলদের নাম প্রস্তাব করা হয়েছে।

কপিল কয়েকদিন আগেই ট্যুইট করে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি ধারাভাষ্য, সংবাদপত্রে কলম লেখা, টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। ফলে স্টিয়ারিং কমিটির সদস্য হওয়ার জন্য সময় পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।