নয়াদিল্লি: মঙ্গলবারই (১৬ অগাস্ট) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ব্যান করে ফিফা (FIFA)। ফিফার তরফে জানানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন। কয়েক মাস আগেই ফেডারেশনের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) (Committee of Administrators) গঠন করেছিল সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।


বিস্মিত সিওএ


এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিওএ নিজেদের হতাশা প্রকাশ করেছে। বিগত কয়েকদিনে সমস্ত স্টেকহোল্ডার, ফিফা-এএফসি, ফেডারেশনের সঙ্গে সিওএ-র আলোচনা পরেও এই সিদ্ধান্তে কমিটি ভীষণভাবেই হতাশ ও বিস্মিত। ৩৬ রাজ্যের প্রতিনিধি দ্বারা গঠিত ইলোকটোরাল কলেজের মাধ্যমেই ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল। ফিফার তরফে জানানো হয় ছয়জন প্রসিদ্ধ খেলোয়াড়সহ (যাদের মধ্যে অন্তত দুইজন মহিলা), মোট ২৩ সদস্যের ইলেকটোরাল কলেজের পরামর্শ দেওয়া হয়েছিল। ফিফার নিয়ম মেনেই আয়োজনের সমস্ত বন্দোবস্ত করা শুরু হলেও, এই ব্যানে সিওএ বিস্মিত।


সিওএ-র সভাপতি, অবসরপ্রাপ্ত বিচারক অনিল দাবে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ভারতীয় ফুটবলকে সঠিক পথে নিয়ে আসার সমস্তরকম কার্যকলাপ যখন করা হচ্ছিল, ঠিক সেই সয়মই এই ব্যান হতাশাজনক। তবে এ সময়েও আমরা ফিফা সমেত সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, যাতে এই পরিস্থিতি থেকে বেরোনো যায়। বিগত দুই বছরে যখন অনৈতিকভাবে এক কমিটি ফেডারেশন চালাচ্ছিল তখন তো কোনওরকম ব্যান করা হয়নি। কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেয় এবং আমাদের তরফে তা করার সবরকম প্রচেষ্টা করা হচ্ছে, তখনই ফিফার এই ব্যান এল।'


স্তম্ভিত প্রাক্তনীরা


ফিফার এই ব্যানে প্রাক্তন ভারতীয় ফুটবলাররাও স্তম্ভিত।  গৌতম সরকার বলেছেন, 'ভারতীয় ফুটবলের ক্ষতি হবে এই পদক্ষেপে। ফিফা এমনটা না করলেই বোধহয় ভাল করত।' অপর প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কথায়, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই পরিস্থিতি থেকে ধুরে দাঁড়ানো মুশকিল।' পাশাপাশি গোটা পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া শঙ্কা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'যাঁদেরকে ফুটবলের উন্নয়নে দায়িত্ব দিয়েছে, তাঁরা বা এআইএফএফ কেউই কিছু জানে না।'


আরও পড়ুন: 'নির্বাসনে' স্তম্ভিভ, লজ্জিত ফুটবলভক্তরা, ফিফায় আবেদন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি