বার্মিংহাম: রবিবার (৩১ জুলাই) বাংলাদেশকে হারিয়ে ২২তম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) পুরুষদের টেবিল টেনিস বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। পর পর তিন ম্যাচে দাপুটে জয়ে ভারতীয় টেবিল টেনিস তারকাদের খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি।
সহজ জয়
ডাবলসে সাথিয়ান গণনাসেকরন (Sathiyan Gnanasekaran) ও হরমীত দেশাই এদিন ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন। হৃদয় এবং রামহিমলিয়ানের বিরুদ্ধে তারা নিজেদের ম্যাচে শুরু থেকেই দাপট দেখান। প্রথম দুই গেম ১১-৮ এবং ১১-৬ জিতে নেন ভারতীয় তারকারা। এরপর তৃতীয় গেমে তো বাংলাদেশি প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি সাথিয়ানরা। ১১-২ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে ১-০ লিড নেয় ভারত।
পরের ম্যাচে অভিজ্ঞ শরত কমল (Sharat Kamal) মুখোমুখি হয়েছিলেন মহম্মদ রিফাত সব্বিরের। এই ম্যাচেও ভারতীয় তারকার দাপট দেখা যায়। ১১-৪, ১১-৭ ও ১১-২ স্কোরলাইনে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ভারতকে ২-০ লিড এনে দেন শরত। তৃতীয় ম্য়াচেও দুই খেলোয়াড় বদলালেও, ছবিটা কিন্তু একই থাকে। ভারতীয় তারকা সাথিয়ানের দাপটে কার্যত দিশেহারা দেখায় হৃদয়কে। টাইয়ের সম্ভবত সবথেকে একপেশে ম্যাচ সহজে জয় পান সাথিয়ান। ম্যাচের ফলাফল ভারতীয় তারকার পক্ষে ১১-২, ১১-৩, ১১-৫।
টুর্নামেন্ট জুড়ে দাপট
এই ম্যাচে সাথিয়ানের জয়ের ফলেই এক গেমও না হেরে পর পর তিন ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেন ভারতীয় পুরুষ টেবিল টেনিস তারকারা। ভারতের পুরুষ দলের দাপট কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়েই অব্যাহত। তারা গ্রুপ '২'-এও নিজেদের তিন প্রতিপক্ষ, বার্বাডোজ, সিঙ্গাপুর ও উত্তর আয়ার্ল্যান্ডকে তিন ম্যাচে নাগাড়ে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করেছিল। এরপর বাংলাদেশের বিরুদ্ধেও দাপুটে মেজাজে জয়। সেমিফাইনালে নাইজেরিয়ার বিপক্ষেও কি একইরকমভাবে দাপট দেখাতে পারবেন শরত কমল, এখন এটাই হল আসল প্রশ্ন। তবে যেভাবে তারা খেলছেন, তাতে খুব হেরফের না হলে ভারতের পদক জয় শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: পদক জয় থেকে এক ধাপ দূরে, কোয়ার্টারের টিকিট পাকা করলেন নিখাত