লন্ডন: ভারতের অধিনায়ক বিরাট কোহলির অনুরাগী হিসেবে পরিচিত বাবর আজমকে তাঁর আদর্শ ক্রিকেটারের মতো খেলার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তাঁর মতে, ভাল শুরু করে বারবার আউট হয়ে যাচ্ছেন বাবর। এটা করলে চলবে না। বিরাট যেমন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে বড় রান করেন, সেটা বাবরকেও করতে হবে।


নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘আমি বাবর আজমকে বলব, তুমি যখন বিরাট কোহলিকে নিজের আদর্শ মনে করো, তখন ওর মতো খেলার চেষ্টা করা উচিত। কঠিন পরিস্থিতিতে রান করে বিরাট। বাবরকে ওর মতো সিঙ্গলস নেওয়া, পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদল করা শিখতে হবে। বিরাট, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনের মতো ৫০ করার পর রানের গতি বাড়ায়। ওদের দেখে শেখা উচিত বাবরের। ওর হাতে আরও শট থাকা দরকার।’

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৮৯ রানের ইনিংস খেলা হ্যারিস সোহেলের প্রশংসা করে শোয়েব বলেছেন, ‘আমি বারবার বলছিলাম, হ্যারিস সোহেলকে খেলানো উচিত। কারণ, ও ত্রুটিহীন ব্যাটিং করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও দেখিয়ে দিয়েছে, কীভাবে রান করতে হয়। ওর ব্যাটিং দেখে বাবর আজমের চেয়েও ভাল লেগেছে। হ্যারিসের জন্যই পাকিস্তান তিনশোর বেশি রান করতে পেরেছে। শোয়েব মালিককে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে। পাকিস্তানকে চাপমুক্ত হয়ে সেরা খেলা খেলতে হবে।’