বেঙ্গালুরু: বিশাখাপত্তনমে ৫০ আর বেঙ্গালুরুতে ৪৭। কামব্যাক করার সিরিজে নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। দেশ সিরিজ হেরেছে ঠিকই, তবে শিরোনামে এসেছে তাঁর পারফরম্যান্স। পরিচালক করণ জোহরের টেলিভিশন শো-তে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পর সাময়িক নির্বাসন। তদন্তে বিলম্ব হওয়ার কারণে ভারতীয় বোর্ড তাঁকে খেলার ছাড়পত্র দেয়। এরপর প্রথমে ভারতীয় এ দলে সুযোগ পাওয়া এবং তারপর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও প্রথম একাদশে খেলানো হয় রাহুলকে। সেই সুযোগকে কাজে লাগিয়েই নিজেকে প্রমাণ করলেন এই তারকা ক্রিকেটার।

টেলিভিশন শো-এর বিতর্কের পর স্বাভাবিকভাবেই একটা চাপ তৈরি হয়েছিল। এই পারফরম্যান্সের পর এবার অনেকটাই স্বস্তিতে কর্ণাটকের ক্রিকেটার। করণ জোহরের শো-তে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে লোকেশ সহ বিপাকে পড়েছিলেন হার্দিক পান্ডিয়াও। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের যোগ্যতা প্রমাণ করে ‘কলঙ্ক’ মোচনে সক্ষম হয়েছিলেন হার্দিক। এবার মওকায় চওকা মারলেন রাহুলও।

তাঁর কথায়, “এটা নিশ্চিত ভাবেই কঠিন সময়। একজন খেলোয়াড়  এবং মানুষ হিসেবেও অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। এখন আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে পরিস্থিতিই আসুক আমি তা স্বাভাবিকভাবেই গ্রহন করি এবং করছি।” কর্ণাটকের এই ব্যাটসম্যান অতীতের বিতর্ক নিয়ে আরও বলেন, “ওই বিতর্ক আমাকে আরও বিনয়ী করেছে। দেশ আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। প্রত্যেকেরই স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার, আমি তার ব্যতিক্রমী নই।” অনুশোচিত রাহুল নিজের জন্য আরও আরও সুযোগ তৈরি করতে চান এবং নিজেকে পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।