রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনের শেষে রীতিমতো কোণঠাসা ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাবে বিরাট কোহলিরা ৪৮৮ রানে অলআউট হওয়ার পর আজ দিনের শেষে অ্যালেস্টার কুকের দলের রান বিনা উইকেটে ১১৪। ক্রিজে আছেন কুক (৪৬) ও হাসিব হামিদ (৬২)। ইংল্যান্ড এগিয়ে ১৬৩ রানে। ফলে ভারতের এই ম্যাচ জয়ের সম্ভাবনা খুব কম। উল্টে ম্যাচ বাঁচানোর জন্য লড়াই করতে হবে ভারতকে।


গতকালের ৪ উইকেটে ৩১৯ রান হাতে নিয়ে খেলতে নেমে আজ ইংল্যান্ডের রান টপকাতে ব্যর্থ হয় ভারত। অধিনায়ক কোহলি ৪০ রান করে হিট উইকেট হন। অজিঙ্ক রাহানে মাত্র ১৩ রান করেন। তবে ব্যাট হাতে উজ্জ্বল হয়ে ওঠেন রবিচন্দ্রন অশ্বিন। ৭০ রান করেন তিনি। এছাড়াও ৩৫ রান করেন ঋদ্ধিমান সাহা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ভারত পিছিয়ে ছিল ৪৯ রানে। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ১১৪ রানে ৪ উইকেট নিয়েছেন।এছাড়া জাফর আনসারি, মঈন আলি দুটি করে এবং বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড ১ টি করে উইকেট নেন।

এদিন লাঞ্চ পর্যন্ত ভারতের রান  ছিল ৬ উইকেটে ৪১১। ক্রিজে ছিলেন ঋদ্ধিমান ও অশ্বিন। দু জনেরই রান  ছিল ২৯। কিন্তু মঈনের বলে কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ঋদ্ধিমান ফিরে যাওয়ার পর ভারতের ইনিংস বেশিদূর এগোয়নি।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার সাবলীলভাবেই ব্যাটিং করছেন। ভারতের কোনও বোলারই তাঁদের বেগ দিতে পারেননি। ফলে ভারত পিছিয়ে পড়েছে।