লন্ডন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হারের জেরে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন অ্যালিস্টার কুক।


ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে সোমবার তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এদিন এক বিবৃতিতে ৩২ বছরের কুক জানান, গত পাঁচ বছর ধরে দলকে টেস্টে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত।


তিনি বলেন, নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই ভীষণ কঠিন ছিল। কিন্তু, আমার বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে এটিই আমার ও দলের জন্য একেবারে সঠিক সিদ্ধান্ত।


ভারতের বিরুদ্ধে নভেম্বর-ডিসেম্বরে পাঁচটির মধ্যে চারটি টেস্টই হারের পর কুক জানিয়েছিলেন তাঁকে ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন কুক। এখনও পর্যন্ত টেস্টে তাঁর ঝুলিতে ১১,০৫৭ রান রয়েছে, ইংল্যান্ডের হয়ে যা সর্বাধিক।


দেশের হয়ে ৫৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান ইংল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক। ২০১২ সালের অগস্টে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্বভার নেন তিনি।


তারপর ২০১৩ ও ২০১৫ সালে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের বিজয়ধ্বজা ওড়াতে তাঁর অবদান ছিল মনে রাখার মত। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা ও আগের ভারত সফরেও তাঁর নেতৃত্বাধীন ইংল্যান্ড দল টেস্ট সিরিজ জিতেছিল।


টেস্টের পাশাপাশি ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে ৬৯ একদিনের ম্যাচেও ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন কুক।