ব্রাসিলিয়া: তিনি নিজে গোল পেলেন না। তবে দেশের জার্সিতে নজির স্পর্শ করার দিন গোল করিয়ে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। কোপা আমেরিকার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। সেই সঙ্গে টুর্নামেন্টের শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ফেলল লিওনেল স্কালোনির দল।


মঙ্গলবার ভারতীয় সময় ভোরবেলার ম্যাচের ৯ মিনিটে আর্জেন্তিনাকে গোল  করে এগিয়ে দেন আলেহান্দ্রো গোমেজ়। প্যারাগুয়ে বক্সের ডানদিক থেকে আক্রমণে উঠছিলেন মেসি। তাঁর বাঁ পায়ের নিখুঁত পাস খুঁজে নেয় অ্যাঙ্খেল দি মারিয়াকে। তিনি প্যারাগুয়ে বক্সের বাঁদিক থেকে থ্রু পাস বাড়ান গোমেজ়কে লক্ষ্য করে। ডান পায়ের টোকায় ১-০ করেন গোমেজ়।


বাকি ম্যাচে বারবার চেষ্টা করেও আর্জেন্তিনার রক্ষণ ভেঙে ম্যাচে সমতা ফেরাতে পারেনি প্যারাগুয়ে। বরং বিরতির ঠিক আগে আর্জেন্তিনার একটি গোল ভার প্রযুক্তিতে অফসাইড হওয়ায় বাতিল হয়। তা নাহলে মেসিদের জয়ের ব্যবধান বাড়ত।


কোপা আমেরিকায় এদিনেরটা নিয়ে মোট ২৩ বার আর্জেন্তিনার মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে। কোনওবারই হারাতে পারেনি আর্জেন্তিনাকে।


কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে বাঁ পায়ের অনবদ্য শটে ফ্রি কিক থেকে গোল করেছিলেন। আর উরুগুয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে আর্জেন্তিনার দ্বিতীয় ম্যাচে গিদো রদরিগেজ়ের জন্য সাজিয়ে দিয়েছিলেন গোলের বল। যে ক্রস থেকে গোল করে আর্জেন্তিনার জয় নিশ্চিত করে দেন গিদো। মঙ্গলবারও আর্জেন্তিনার গোলের বল তৈরি করলেন মেসিই।



প্যারাগুয়ে ম্যাচে অনন্য নজির গড়লেন মেসি। এমন একটি কীর্তি স্পর্শ করতে চলেছেন মেসি, যা কিংবদন্তি দিয়েগো মারাদোনারও নেই। প্যারাগুয়ের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ দেশের জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ। আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির এতদিন পর্যন্ত ছিল হাভিয়ার মাসচেরানোর। তিনিও দেশের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। মঙ্গলবার সেই কীর্তি স্পর্শ করলেন মেসি। সব কিছু ঠিকঠাক চললে চলতি কোপা আমেরিকাতেই আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।