রিও ডি জেনিরো: সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য এই সময়টা দুর্দান্ত। একদিকে যেমন চলছে ইউরো কাপ, তেমনই একইসঙ্গে চলছে কোপা আমেরিকা। বিশ্বের সেরা ফুটবল তারকারা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। ইউরো কাপে নক-আউট পর্যায়ের খেলা চলছে। কোপা আমেরিকাতেও গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।


ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার রাত আড়াইটে থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে পেরু। শনিবার ভোর সাড়ে পাঁচটায় চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। রবিবার ভোর সাড়ে তিনটেয় কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। রবিবার ভোর সাড়ে ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা।


এবারের কোপা আমেরিকায় যে ১০টি দল ছিল, তাদের মধ্যে থেকে গ্রুপ পর্যায়ে বাদ পড়েছে বলিভিয়া ও ভেনেজুয়েলা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে আর্জেন্তিনা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। অন্যদিকে, ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ব্রাজিল।


কোয়ার্টার ফাইনালে পেরু ও প্যারাগুয়ের ম্যাচে যে দল জিতবে, তারা সেমি-ফাইনালে ব্রাজিল ও চিলি ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। অন্যদিকে, উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে যে দল জিতবে তারা সেমি-ফাইনালে আর্জেন্তিনা ও ইকুয়েডরের ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। ফলে ফাইনালে ব্রাজিল-আর্জেন্তিনার মুখোমুখি হওয়ার আশা রয়েছে।


আর্জেন্তিনা দুর্দান্ত ফর্মে আছে। গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি, সের্জিও আগুয়েরোরা। দেশের হয়ে ১৪৮টি ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়েছেন মেসি। তিনি বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জোড়া গোল করেন। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে ব্রাজিল। এই ম্যাচে অবশ্য খেলেননি দলের সেরা তারকা নেইমার। প্রথমার্ধে গোল করে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে গোল খেয়ে যায় ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের খেলা ফুটবলপ্রেমীদের মন জয় করতে পারেনি। ফলে কোয়ার্টার ফাইনালের আগে নেইমারদের সতর্ক থাকতে হচ্ছে।