লন্ডন: ইউরো কাপে আজ মহারণ। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে পুরনো শত্রু জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অনেক হিসেব মিটিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন হ্যারি কেন, রাহিম স্টার্লিংরা। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে। ভারতে খেলা দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি টেন ২ এইচডি, সোনি টেন ২, সোটি টেন ৩ হিন্দিতে খেলা দেখা যাবে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।


ইংল্যান্ড-জার্মানির শত্রুতা অনেক পুরনো। এই দুই দলের ম্যাচ মানেই নানা ঘটনা। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে বিতর্কিত গোলে ইংল্যান্ডের জয় হোক বা ২০১০ বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোল বাতিল, বারবার বিতর্ক তৈরি হয়েছে। আজকেরও ম্যাচেও তাই দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। পর্তুগাল, ফ্রান্স, ক্রোয়েশিয়ার মতো দলগুলি ইতিমধ্যেই এবারের ইউরো থেকে বিদায় নিয়েছে। আজ রাতে জার্মানি বা ইংল্যান্ডের মধ্যে একটি দলও বিদায় নেবে। ইউরো যত শেষের দিকে এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে প্রতিযোগিতা। কোনও দলকেই পিছিয়ে রাখা যাচ্ছে না। সেই অর্থে ছোট দল কাউকেই বলা যাচ্ছে না। ইংল্যান্ড-জার্মানি ম্যাচে যে দল জয় পাবে, তারা কোয়ার্টার ফাইনালে সুইডেন বা ইউক্রেনের মুখোমুখি হবে। 


ইংল্যান্ড শিবির সূত্রে খবর, প্রধান কোচ প্রাক্তন ফুটবলার গ্যারেথ সাউথগেট আজকের ম্যাচে পাঁচজন ডিফেন্ডারকে প্রথম দলে রাখবেন। তিনজন সেন্টার ব্যাক ম্যাগুইরি, স্টোনস, ওয়াকার। এছাড়া খেলতে পারেন কাইল ওয়াকার ও লুক শ। 


জার্মান শিবির সূত্রে খবর, গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে যাঁরা প্রথম একাদশে ছিলেন, আজও তাঁদেরই খেলার সম্ভাবনা রয়েছে। 


গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে, হাঙ্গেরির সঙ্গে ২-২ ড্র করে শেষ ষোলোয় জায়গা করে নেয় জোয়াকিম লো-র দল। বড় প্রতিযোগিতায় ইংল্যান্ডের চেয়ে জার্মানির রেকর্ড ভাল। তবে নক-আউট পর্যায়ে কোনও হিসেব চলে না। যে দল স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং নিজেদের দক্ষতা। প্রয়োগ করতে পারবে, তারাই জয় পাবে।