রিও দে জেনেইরো: ইউরো কাপের প্রত্যেক ম্যাচে গ্যালারিতে থাকছে দর্শক। গোল হোক বা দুরন্ত কোনও সেভ, হাততালি দিয়ে বা চিৎকার করে সমর্থন জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। আর কোপা আমেরিকা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। যেখানে খেলা চলাকালীন শোনা যাচ্ছে শুধু ফুটবলারদের মধ্যেকার কথোপকথন।
তবে ফাইনালে সেই ছবিটা কিছুটা হলেও বদলাতে চলেছে। আর্জেন্তিনা ও ব্রাজ়িল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ভারতীয় সময় ভোরে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনার ফাইনালে মাঠে সামান্য সংখ্যক দর্শকের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু কতজনকে ফাইনালে মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে?
আর্জেন্তিনার ফুটবল সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে, ফাইনালের জন্য ২১০০ টিকিট লা আলবিসেলেস্তে ভক্তদের জন্য বরাদ্দ করা হয়েছে। সমসংখ্যক টিকিট বরাদ্দ হয়েছে ব্রাজ়িলের সমর্থকদের জন্যও।
করোনা ভাইরাসের কারণে এবারের কোপা আমেরিকার সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচই হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। তবে ফাইনালে দেখা যাবে অন্য ছবি। আর্জেন্তিনা ও ব্রাজ়িলের ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন প্রায় সাড়ে ৫ হাজার দর্শক। ব্রাজ়িল ও আর্জেন্তিনা কোপা আমেরিকার ফাইনালে ১৪ বছর পর মুখোমুখি হচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবলের কর্তারা তাই ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি চেয়েছিলেন রিও দে জেনেইরো শহরের কর্তৃপক্ষের কাছে। সে আবেদনে সাড়া মিলেছে।
বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মাঠে ঢুকতে পারবেন ব্রাজ়িল ও আর্জেন্তিনার ২১০০ জন করে দর্শক। তবে এ ম্যাচ দেখার জন্য আর্জেন্তিনা থেকে কারও ব্রাজ়িলে যাওয়ার সুযোগ নেই। একমাত্র ব্রাজ়িলে থাকা আর্জেন্তিনীয়রাই ঢুকতে পারবেন মারাকানায়। এর বাইরে ১ হাজার ১০০ টিকিট রাখা হচ্ছে অতিথিদের জন্য। সব টিকিটই বিনামূল্যে বিতরণ করা হবে।
তবে করোনা পরিস্থিতিতে স্টেডিয়ামে ঢোকার জন্য সবাইকে করোনা পরীক্ষা দিতে হবে। এ ব্যাপারে ব্রাজ়িলে আর্জেন্তিনার রাষ্ট্রদূত দানিয়েল সিওলি বলেছেন, ‘বুয়েনস আইরেস থেকে অনেকেই যোগাযোগ করছে। তবে এটা শুধু ব্রাজ়িলে বসবাসকারী আর্জেন্তিনীয়দের জন্য। করোনা পরীক্ষা দিয়েই মারাকানায় যেতে পারবেন তাঁরা।’