রিও দে জেনেইরো: ছেলেরা পারেননি। কোপা আমেরিকা ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসিদের কাছে। পুরুষদের কোপা আমারিকা (Copa America Femenina) ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। যা জাতীয় দলের জার্সিতে মেসির জেতা সবচেয়ে বড় ট্রফি হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। তবে মেয়েদের কোপাতে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ট্রফি ঘরে তুলল ব্রাজিল (Brazil vs Colombia)।


টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ব্রাজিল। নিজেদের গ্রুপ ‘বি’ থেকে ৪ ম্যাচে ১৭ গোল করে সেমিফাইনালে উঠেছিল সেলেকাওরা। সুইডিশ কোচ পিয়া সান্ধাগের দল গ্রুপ পর্বে কোনও গোল হজম করেনি। সেমিফাইনালেও প্যারাগুয়ের বিপক্ষে সেই ধারা বজায় রেখেছিল ব্রাজিল। ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়ার বিরুদ্ধেও তারা কোনও গোল হজম করেনি।


লড়াই ছিল প্রতিপক্ষের মাটিতে। কলম্বিয়ার ঘরের মাঠে এস্তাদিও আলফানসো পেরেজ স্টেডিয়ামে ফাইনাল খেলা হলেও ব্রাজিলের মেয়েরা কিন্তু চাপ সামলে শেষ হাসি হাসলেন। ঘরের মাঠের দর্শক সমর্থনের সুযোগ পেয়েও অবশ্য দাগ কাটতে পারেনি কলম্বিয়া। নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরল ব্রাজিল দলই।


গত ২০ বছরের মধ্যে এই প্রথম বড় কোনও টুর্নামেন্টে দুই কিংবদন্তি মার্তা ও ফরমিগাকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিলের মহিলা জাতীয় দল। ফাইনালে ১-০ গোলে জয় পেল ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল‌ দল। সেখান থেকেই ব্রাজিলের হয়ে গোল করেন ফরওয়ার্ড ডেবিনহা। ১-০ এগিয়ে যায় ব্রাজিল।


কোপা আমেরিকায় ৬ ম্যাচে অপরাজিত থেকে ২০ গোল করলেন ব্রাজিলের মেয়েরা। কলম্বিয়ার মেয়েরা এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও ট্রফির মুখ দেখল না। এখনও পর্যন্ত ৯টি কোপা আমেরিকা টুর্নামেন্টের মধ্যে ৮টিতেই চ্যাম্পিয়ন হলেন ব্রাজিলের মেয়েরা। ব্যতিক্রম শুধু ২০০৬ সাল। যেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। এবার অবশ্য তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্তিনাকে।


আরও পড়ুন: বাবার শেষকৃত্য করেছিলেন ধার করে, ধান বয়ে মিলত ঘুগনি-ডিম, ইতিহাস হাওড়ার অচিন্ত্যর