শিকাগো: শতবার্ষিকীর কোপার গ্রুপ ডি-এর দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিক। ৫-০-য় সহজ জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। ম্যাচের শুরু থেকেই কার্যত পানামাকে নিয়ে ছেলেখেলা করল মেসি বাহিনী। শনিবার শুরু থেকেই টাফ ফুটবল খেলতে থাকেন পানামার খেলোয়াড়রা। খেলার ৭ মিনিটে ওটামেন্ডির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দীর্ঘ প্রতীক্ষার পর ৬১ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। আর খেলার ৮৭ মিনিটের মধ্যেই করে ফেলেন পর পর ৩টি গোল। ৯০ মিনিটে ফের গোল করেন আগুয়েরো। উল্টোদিকে সকালে কোপার গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়াকে হারায় চিলি। শতবার্ষিকীর কোপার গ্রুপ ডি-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। টানটান উত্তেজনার এই ম্যাচে ৪৬ মিনিটে আর্তুরো ভিদাল চিলিকে এগিয়ে দেন। ৬১ মিনিটে জসমানি ক্যাম্পোস বলিভিয়ার পক্ষে গোল করে ম্যাচে সমতা ফেরালেও শেষ রক্ষা করতে পারেননি। শেষ লগ্নে আর্তুরো ভিদাল পেনাল্টিতে করেন তাঁর দ্বিতীয় গোল।