লন্ডন : করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি লন্ডন স্পিরিটের হেড কোচ রয়েছেন এই মুহূর্তে। তিনি ছাড়াও টিম ম্যানেজমেন্টের আরও একজন করোনায় আক্রান্ত। কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রয়েছেন। ESPNcricinfo সূত্রে এমনই খবর।


রবিবার লর্ডসে স্পিরিটস ও সাদার্ন ব্রেভের ম্যাচের আগে সকাল থেকে অসুস্থ বোধ করেন ওয়ার্ন। ল্যাটারাল ফ্লো টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পিসিআর টেস্টের ফলের অপেক্ষা করছেন কিংবদন্তি স্পিনার। যদিও স্পিরিটের কোনও খেলোয়াড় করোনায় আক্রান্ত বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি।


এর আগে গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন ট্রেন্ট রকেটসের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। যার ফলে দলের খেলা মিস করেন তিনি। উল্লেখ্য, হান্ড্রেড গেমসের প্রথম তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি ওয়ার্নের দল স্পিরিট। 


প্রসঙ্গত, ইংল্যান্ডে সফররত ভারতীয় দলে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ ও থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি। ২ জনেই আইসোলেশনে চলে গিয়েছিলেন রিপোর্ট হাতে আসার পরই। পন্থ কিছুদিন আগেই তাঁর আইসোলেশন পর্ব কাটিয়ে ফিরে এসেছিলেন জাতীয় দলে। অন্যদিকে গরানির সঙ্গে সংস্পর্শে এসেছিলেন ঋদ্ধি, অভিমন্যু ও ভরত তিনজনেই। ফলে বাধ্য হয়েই তাঁদের কোয়ারেন্টাইনে চলে যেতে হয়। সেখানকার কোভিড নিয়মাবলী অনুযায়ী, ১০ দিনের আইসোলেশন পিরিয়ডে থাকতেই হবে। সেই মতো তাঁরা আইসোলেশনে ছিলেন। পরে তাঁরা স্কোয়াডে যোগ দেন।  


আগামী ৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ। রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে বিরাট বাহিনী। ট্রেন্টব্রিজ নটিংহ্যামে প্রথম টেস্টে খেলতে নামবে ভারত- ইংল্যান্ড। এদিকে চোট-আঘাতজনিত কারণে বাইরে ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল ও অবেশ খান। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচকরা ভরসা রাখতে চাইছেন, পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের উপর। কিন্তু, তাঁদের ইংল্যান্ডে প্রথমে কোয়ারেন্টিনে থাকতে হবে। তার পরেই দলে যোদগানের ছাড়পত্র পাবেন।