মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে ক্রীড়াবিদরা। তাঁরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াচ্ছেন। সতীর্থ বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতোই এবার এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি আজ ট্যুইট করে জানিয়েছেন, করোনা মোকাবিলায় ৮০ লক্ষ টাকা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪৫ লক্ষ টাকা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা, একটি ফুড ডেলিভারি সংস্থার অভুক্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রকল্পে ৫ লক্ষ টাকা এবং রাস্তার কুকুরদের দেখাশোনা করার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘আমাদের দেশকে ফের নিজের পায়ে দাঁড় করাতে হবে। সেই দায়িত্ব আমাদেরই।’
গতকালই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা গতকালই প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করার কথা জানিয়েছেন। তাঁরা অবশ্য কত টাকা দিচ্ছেন, সেটা গোপন রেখেছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। রায়না দিয়েছেন ৫২ লক্ষ টাকা। গৌতম গম্ভীর দিয়েছেন ৫০ লক্ষ টাকা।
অন্য খেলার তারকারাও ত্রাণে এগিয়ে এসেছেন। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ১০ লক্ষ টাকা দিয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতন দিয়েছেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। একমাসের বেতন দিয়েছেন অ্যাথলিট দ্যুতি চাঁদ ও হিমা দাস।