পাল্টা ট্যুইট করে হরভজনকে ধন্যবাদ জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘মানবতাই সবচেয়ে বড়। তোমাকে ধন্যবাদ ভাজ্জি। সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গরিবদের সাহায্য করা আমাদের সবার দায়িত্ব।’
এর আগে গতকাল ট্যুইট করে আফ্রিদি জানান, ‘অসহায় মানুষের পাশে থাকার তৃতীয় দিন। জীবাণুনাশক সাবান, খাবার এবং আরও নানা সরঞ্জাম বিলি করছি। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি। সবাইকে সাহায্য করতে হবে।’
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। মৃত্যু হয়েছে সাতজনের। আফ্রিদির প্রাক্তন সতীর্থ শোয়েব আখতারও ধর্ম-আর্থিক অবস্থার ঊর্ধ্বে উঠে সবাইকে আক্রান্তদের পাশে থাকার আর্জি জানিয়েছেন।