নয়াদিল্লি: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) চলতি টুর্নামেন্টের দশম ম্যাচে রেকর্ড বুকে তাদের নাম তুলল। জামাইকা তাল্লাওয়াহসের বিরুদ্ধে ম্যাচে কায়রন পোলার্ডের নেতৃ্ত্বাধীন টিকেআর টি ২০-র ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান করল।
নির্ধারিত ২০ ওভারে টিকেআর দুই উইকেট হারিয়ে তুলল ২৬৭ রান। সিপিএলে এটাই কোনও দলের সর্বাধিক রান।
সিপিএলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, টিকেআর ২০ ওভারে ২ উইকেটে ২৬৭ রান করেছে। সিপিএলের রেকর্ড এবং টি ২০ তে তৃতীয় সর্বাধিক রান।



টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সুনীল নারিন ও লেন্ডল সিমন্স ছয় ওভারে ৫৫ রান করেন। ষষ্ঠ ওভারে আউট হয়ে যান নারিন (২০)।




এরপর কিউই ক্রিকেটার কলিন মুনরো ব্যাট করতে নামেন এবং সিমন্সের সঙ্গে জুটি বেঁধে দ্রুতগতিতে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রতি ওভারে প্রায় ১০ রান করে তুলতে থাকে টিকেআর। মাত্র ৫৬ বলে ১২৪ রান যোগ করেন তাঁরা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সিমন্স। তিনি ৮৬ রান করেন। ১৬ ওভারে ১৭৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।
এর পর ব্যাট করতে নামেন কায়রন পোলার্ড। ডেথ ওভারে বিপক্ষের বোলারদের বেদম প্রহার করেন তাঁরা।




তাল্লাওয়াহসের বোলাররা কোনওরকম সাফল্য পেতে ব্যর্থ হন। মুনরো ও পোলার্ড যথাক্রমে ৯৬ ও ৪৫ রানে অপরাজিত থাকেন।