কলকাতা: সিএবির প্রথম ডিভিশনের ওয়ান ডে টুর্নামেন্টে বুধবার জয় পেল মোহনবাগান, টাউন ক্লাব, ওয়াইএমসিএ ও ওয়ারি ক্লাব। প্রথম ম্যাচে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ম্যাচে আনন্দবাজারকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল টাউন ক্লাব। প্রথমে ব্য়াটিং করতে নেমে নির্ধারিত ৩৮ ওভারে (ওভার সংখ্যা কমিয়ে আনা হয়) ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২৭৬ রান তুলে নেয় টাউন ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানই বোর্ডে তুলতে সক্ষম হয় আনন্দবাজার। টাউনের হয়ে ১০১ বলে ৮৯ রান করেন নাভেদ আহমেদ। 

Continues below advertisement

টুর্নামেন্টে এদিন দ্বিতীয় ম্যাচে বিএনআর ক্লাবকে ২ উইকেটে হারিয়ে দেয় ওয়াইএমসিএ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে বিএনআর ক্লাব ৩৯.৪ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওয়াইএমসিএ ২ উইকেটে ম্যাচ জিতে যায়।

অন্য একটি ম্যাচ হয়েছিল দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে। সেই ম্যাচে ওয়ারি ক্লাব ৬ উইকেট হারিয়ে দেয় আইবিএসি ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৬২ রান তোলে আইবিএসি। জবাবে ব্যাট করতে নেমে ওয়ারি ক্লাব মাত্র ৩৪.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। 

Continues below advertisement

 

ইডেনে আরও একটি ম্যাচে মোহন পুকুর মিলন সমিতির বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। সেই ম্যাচে ৭৮ রানে জয় পেল সবুজ মেরুন বাহিনী। প্রথমে ব্য়াট করতে নেমে তারা ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ শিবির নির্ধারিত ৪৪ ওভারে ১৭৫ রানই বোর্ডে তুলতে সক্ষম হয়। মোহনবাগানের হয়ে প্রিন্নান দত্ত ৯৫ বলে ৮৪ রান করেন। জয়জিৎ বসু ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। 

আরও পড়ুন: ফের ব্যর্থ বিরাট, প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত