মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গেলেও, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের অসাধারণ পারফরম্যান্স, সততা এবং সিরিজ শেষে ক্ষমা চেয়ে নেওয়ার প্রশংসা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি এই সিরিজে দলের লড়াইয়েরও প্রশংসা করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার বলেছেন, ‘২০০৪ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দল। অনেকেই এই সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। তবে অধিনায়কের থেকে ভাল পারফরম্যান্স কেউ দেখাতে পারেনি। স্টিভ ফের দেখিয়ে দিয়েছে, ও একজন অসাধারণ অধিনায়ক হয়ে উঠছে। ওর সততা এবং ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে বোঝা গিয়েছে, অস্ট্রেলিয়ানরা টেস্ট দলের অধিনায়কের মধ্যে যে গুণগুলি দেখতে চায়, সেটা ওর মধ্যে আছে।’
দলের প্রশংসা করে পিভার বলেছেন, ভারতের মাটিতে এই পারফরম্যান্স সবাই গর্বিত। সাপোর্ট স্টাফদেরও কৃতিত্ব প্রাপ্য।
স্মিথের সততা, দলের লড়াইয়ের প্রশংসায় ক্রিকেট অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2017 03:02 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -