সিডনি: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আইপিএল-এর চুক্তি বাতিল করুন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনই পরামর্শ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু আইপিএল-ই নয়, ব্রিটেনে ‘দ্য হান্ড্রেড সিরিজ’-এও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ কেভিন রবার্টস জানিয়েছেন, ‘আমরা জানি, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে আইপিএল-এ খেলার বিষয়ে চুক্তি করেছে। আমরা ওদের শুধু পরামর্শ দিতে পারি। আশা করি খেলোয়াড়রা আমাদের পরামর্শ শুনবে। বিসিসিআই-ও নিশ্চয়ই সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। অনিশ্চয়তার মধ্যে খেলোয়াড়রা আশা করি সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।’

এখনও পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১২৬ জন। মৃতের সংখ্যা ৩। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার ১৭ জন ক্রিকেটারের এবারের আইপিএল-এ খেলার কথা। আইপিএল-এর ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি দর পেয়েছেন প্যাট কামিন্স। তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও কামিন্সকে আইপিএল-এর চুক্তি বাতিল করার কথা বলতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।