সিডনি: আইপিএলে অর্থের হাতছানি। বিসিসিআইয়ের এই লিগের থেকে দেশের সেরা খেলোয়াড়দের দূরে সরিয়ে রাখতে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সংশ্লিষ্ট ক্রিকেটারদের সঙ্গে কয়েক বছরের একটি কেন্দ্রীয় চুক্তির কথা বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।
এমন একটা সময় এই প্রস্তাব দেওয়া হয়েছে যখন সিএ-র গভর্নিং বডি ও ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের মধ্যে নতুন আর্থিক চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য কোনওকিছুর ক্ষতিসাধন নয়। প্রতি বছরের ক্রিকেট মরশুম শেষ হওয়ার পর এপ্রিল ও মে মাসে ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে তাজা থাকতে পারেন, সেজন্যই এই প্রস্তাব। জানা গেছে, অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ফাস্ট বোলার মিচেল স্টার্ককে এই প্রস্তাব দেওয়া হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে এই চুক্তি এক বছরের জন্য হয়। চুক্তির মেয়াদ তিন বছর করার কথা বলা হয়েছে। অর্থাত্, এক মরশুমের মাঝে আইপিএল না খেললেও তাঁরা চুক্তি অনুযায়ী তাঁদের প্রাপ্য অর্থ পাবেন। কিন্তু এই প্রস্তাবে ক্রিকেটারদের সায় নেই বলে জানা গেছে।
এই প্রস্তাবে সফল হতে গেলে স্টিভ স্মিথ ও ওয়ার্নারদের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে সিএ-কে। দুজনেই আইপিএল ফ্রাঞ্চাইজির অধিনায়ক। এজন্য প্রতি বছর প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার আয় করেন। আইপিএলের সম্প্রচার চুক্তির পরিমাণ বাড়ায় প্লেয়ারদের পেমেন্ট পুলও প্রায় দ্বিগুণ হতে চলেছে। এর অর্থ স্মিথ ও ওয়ার্নারদের আয়ের পরিমাণ আরও বাড়বে।
সিএ-র সঙ্গে ওয়ার্নারের চুক্তির পরিমাণ ২০ লক্ষ ডলার হতে পারে। কিন্তু আগামী তিন বছরে শুধুমাত্র আইপিএল খেলেই তিনি আগামী তিন বছরে ১ কোটি ডলার পেতে পারেন।
আইপিএলে না খেলার জন্য স্মিথ-ওয়ার্নারদের তিন বছরের চুক্তির প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার
ABP Ananda, web desk
Updated at:
11 May 2017 04:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -