করাচি: ক্রিকেট খেলা থেকে কোনওদিন দুর্নীতি দূর করা যাবে না। এমনই দাবি করলেন স্পট-ফিক্সিংকাণ্ডে পাঁচ বছর নির্বাসিত থাকা সলমন বাট। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম। কীভাবে দুর্নীতি হয় সেটা আমি দেখেছি। দুর্নীতি করতে এক মুহূর্ত সময় লাগে। একটা ভুল সিদ্ধান্তই যে কোনও ক্রিকেটারকে দুর্নীতিতে জড়িয়ে দিতে পারে। তাই ক্রিকেটকে সম্পূর্ণ কালিমামুক্ত করা সম্ভব নয়। তবে ২০১০ সালের সেই ঘটনার পর ক্রিকেটে দুর্নীতি-দমনে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সচেতন করা হচ্ছে। আমি নিজেও এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছি। এতে অনেকটা কাজ হয়েছে।’


২০১০ সালে ইংল্যান্ডে স্পট-ফিক্সিংকাণ্ডে জড়িয়েছিলেন বাট, মহম্মদ আমির ও মহম্মদ আসিফ। ২০১৫ সালের সেপ্টেম্বরে বাটের নির্বাসনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তিনি ক্রিকেটে ফিরেছেন। ২২ গজে ব্যাট হাতে ফের সাফল্যও পাচ্ছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। কাইদ-ই-আজম ট্রফির দু ইনিংসেই সেঞ্চুরি করে তাঁর দল ওয়াপডাকে প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছেন বাট। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইছেন।