কোয়েম্বেতোর: টি ২০ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট টিকে থাকতে পারবে না। এমনই মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
বর্তমানে অত্যধিক ক্রিকেট ও খেলোয়াড়দের ব্যস্ততা নিয়ে একটি প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, ক্রিকেটের জন্যই টি ২০ আবশ্যক। এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না।
দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ। তিনি বলেছেন, সফর এখনও পর্যন্ত ভালো কেটেছে ভারতীয় দলের। টেস্ট সিরিজে ২-১ হারলেও একদিনের সিরিজ ৫-১ জিতে নিয়েছে টিম কোহলি।
আগামী শনিবার তৃতীয় তথা শেষ টি ২০ ম্যাচ জিতে এই সিরিজটিও ভারত কব্জা করবে বলে আশাবাদী সৌরভ।
ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে সৌরভ বলেছেন, অনেক তরুণ ক্রিকেটারই দেশের প্রতিনিধিত্ব করছে। তিনি বলেছেন, মণীষ পান্ডে, হার্দিক পান্ড্য এবং অন্যান্যরা ভারতীয় দলে এসেছেন। ওদের বীরেন্দ্র সহবাগ ও হরভজন সিংহর মতো হয়ে উঠতে সময় দেওয়া প্রয়োজন।
প্রাক্তন অধিনায়ক বলেছেন, সহবাগ ও ভাজ্জিদের গড়ে উঠতে কিছুটা সময় লেগেছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও এভাবেই খেলায় উন্নতি করবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২- সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পুরানো মেজাজে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এ ব্যাপারে সৌরভ বলেছেন, একদিন ও টি ২০ ম্যাচের জন্য খুবই ভালো ক্রিকেটার ধোনি। ওকে ছাপিয়ে যাওয়া খুব শক্ত।
সৌরভ বলেছেন, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং অন্যরাও জ্বলে ওঠার সুযোগ পাবে।
সৌরভের কথায়, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ফিটনেস বিশ্বমানের।
ভারতের পুরুষ ও মহিলাদের দলের সঙ্গে তুলনা করতে বলা হলে সৌরভ বলেছেন, মেয়েরা অসাধারণ খেলছে। হরমনপ্রীত কউরের মতো বিশাল ছক্কা কাউকে মারতে দেখেছেন?