নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়! তিনি নিজেই এ কথা জানিয়েছেন। নিজের অ্যাপে বিরাট বলেছেন, ‘আট বছর ধরে খেলার পর এখন পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখন নিজেকে, অনুষ্কাকে এবং আমাদের পরিবারকে গুরুত্ব দিই। ক্রিকেট সবসময়ই আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে। কিন্তু আমার মনে হয় পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ, জীবনের চেয়ে কোনও কিছুই বড় নয়। ক্রিকেট জীবনের বিশেষ একটি অংশ। তবে জীবনের চেয়ে কিছুই বড় নয়।’

বিরাট আরও বলেছেন, ‘অনেকেই জীবনকে অত্যধিক গুরুত্ব দেয়। অনেকে মনে করে, ক্রিকেটকে অত্যধিক গুরুত্ব না দিলে যথেষ্ট দায়বদ্ধতা থাকে না। তবে আমি সেটা বিশ্বাস করি না। যা-ই হোক না কেন, বাড়িতে ফিরতেই হয়।’