মুম্বই: ১৩ বছরের বয়সি বৈভব সূর্যবংশী নতুন রেকর্ড গড়ল। আইপিএলের ইতিহাসে তরুণ প্লেয়ার হিসেবে নিলামে দলে জায়গা করে নিয়েছে এই তরুণ ব্যাটার। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকা মূল্যে আসন্ন আইপিএলের জন্য দলে নিয়েছে। এবার লিস্ট এ-তে সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে খেলার নজির গড়ল সূর্যবংশী। গত শনিবার বিহারের হয়ে মধ্যপ্রদশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেছে বৈভব।
Vaibhav Suryavanshi: লিস্ট এ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক এখন ১৩ বছরের বৈভব সূর্যবংশী
ABP Ananda | Goutam Roy | 22 Dec 2024 04:40 PM (IST)
Vaibhav Suryavanshi Record: যদিও বিজয় হাজারে ট্রফিতে অভিষেকে একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি বৈভব। মাত্র ৪ রান করেছে সে দু বলে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিল সে।
নজির গড়লেন বৈভব সূর্যবংশী