মুম্বই: ১৩ বছরের বয়সি বৈভব সূর্যবংশী নতুন রেকর্ড গড়ল। আইপিএলের ইতিহাসে তরুণ প্লেয়ার হিসেবে নিলামে দলে জায়গা করে নিয়েছে এই তরুণ ব্যাটার। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকা মূল্যে আসন্ন আইপিএলের জন্য দলে নিয়েছে। এবার লিস্ট এ-তে সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে খেলার নজির গড়ল সূর্যবংশী। গত শনিবার বিহারের হয়ে মধ্যপ্রদশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেছে বৈভব।