জামাইকা: প্রয়াত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন। মৃত্যুকালে ৭৫ বছর বয়স হয়েছিল তাঁর। ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন বার্নার্ড। নর্দার্ন ত্রিনিদাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নিজের ক্রিকেট কেরিয়ারে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ান ডে খেলেছেন জুলিয়েন।

Continues below advertisement

নিজের পুরনো সতীর্থের প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন বিশ্বজয়ী কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। তিনি বলেন, ''জুলিয়েন সবসময় মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করত। কখনও নিজের দায়িত্ব থেকে পিছপা হননি তিনি। ব্যাটিং হোক বা বোলিং হোক, আমি বিশ্বাস করতে পারতাম জুলিয়েনকে। দুর্দান্ত একজন ক্রিকেটার ছিলেন।''

 পাঁচ দশক আগে বিশ্বকাপের মঞ্চে দুটো ম্য়াচে চারটি করে উইকেট তুলে নিয়েছিলেন বার্নার্ড জুলিয়েন। সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে বাঁহাতি এই পেসার ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। নিউজিল্যান্ড ১৫৮ রানে অল আউট হয়ে যায়। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ৩৭ বলে ২৬ রান করেছিলেন। ফাইনালে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ২৯১/৮ বোর্ডে তুলেছিল। শেষ পর্যন্ত ১৭ রানে ফাইনালে জিতে ট্রফি ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ।

Continues below advertisement

নিজের কেরিয়ারে ২৪ টেস্টে ৮৬৬ রান করেছেন বার্নার্ড। দুটো শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। বল হাতে ৫০ উইকেট নিয়েছিলেন। ১২টি ওয়ান ডে ম্য়াচে ১৮ উইকেট নিয়েছিলেন। ৮৬ রান করেছিলেন ডাউন দ্য অর্ডারে নেমে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাত বছর। 

ক্যাপ্টেন গিলকে নিয়ে কী বললেন ফিঞ্চ?

২০১৫ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন অ্য়ারন ফিঞ্জ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন ফিঞ্চ। প্রাক্তন অজি তারকা আরও একটা বিষয় দেখতে মুখিয়ে আছেন। তা হল গিলের নেতৃত্বে ভারতীয় দল কেমন পারফর্ম করে। ২৬ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের প্রশংসা করে ফিঞ্চ বলেন, ''শুভমন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএল বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিশ্চিত এই সিরিজেও ও নেতৃত্বে ছাপ রাখবে। ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। বিরাট কোহলিকে আরও একবার অস্ট্রেলিয়ায় দেখা যাবে। আশা করি নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দেবে বিরাট। খাতায় কলমে দুটো দলই একে অপরকে হাড্ডাহাড্ডি চ্য়ালেঞ্জের মুখেই ফেলবে। কিন্তু আমি তবুও অস্ট্রেলিয়ার সমর্থনেই কথা বলব। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবে।''