বে ওভাল: ভারতীয় ক্রিকেট প্রেমীদের (Indian Cricket Fan) জন্য একটু খারাপ খবর হতে পারে। নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে টি-টোয়েন্টি (2nd T20) সিরিজের প্রথম ম্য়াচ একটিও বল খেলা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। আজ দ্বিতীয় ম্যাচে বে ওভালেই আকাশের মুখ ভার। এখানেও বৃষ্টি তাল কাটতে পারে ম্যাচে। এমনকী ভেস্তেও যাতে পারে পুরো ম্যাচ। সেখানের আকাশে ঘন কালো মেঘের জমাট রয়েছে। এমনকী আবহাওয়ার পূর্বাভাস বলছে বিকেলের দিকে ভারী বৃষ্টিও হতে পারে। এমনকী তা বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে। 


তবে পুরো ম্যাচ ভেস্তে না গেলেও ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় ম্যাচ শুরু নাও হতে পারে। সেক্ষেত্রে হয়ত খেলা শুরু হতে দেরি হবে। আর ওভার সংখ্যাও কমিয়ে আনা হতে পারে। উল্লেখ্য, ওয়েলিংটনে টস ও করা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। আজও বৃষ্টি আশঙ্ক কাজ করছে।


টি-টোয়েন্টিতে হার্দিকই নেতৃত্বে?


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালেই (Semifinal) স্বপ্নভঙ্গ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এরপরই নানা প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। কেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে না, টিম ম্য়ানেজমেন্টের সমালোচনা হয়েছিল। গতকাল চেতন শর্মার নেতৃত্বাধীন পুরো নির্বাচক মণ্ডলীকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার হয়ত টি-টােয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কও পেতে চলেছে ভারতীয় দল। সূত্রের খবর, রোহিত শর্মার পরিবর্তে কুড়ির ফর্ম্যাটের জন্য হার্দিক পাণ্ড্যকেই পুরোপুরি অধিনায়ক করা হতে পারে। 


বিশ্ব ক্রিকেটে অনেক দলই এখন বিভিন্ন ফর্ম্যাটে তাঁদের আলাদা আলাদা অধিনায়ক রেখেছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রথম সারির ২ দলও। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটতে পারে। রােহিত শর্মার বয়স ৩৫ বছর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ব্যাটিংয়ের প্রতিও সুবিচার করতে পারেননি হিটম্যান। মনে করা হচ্ছে যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ত রোহিতকে দলে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আগে থেকেই একটা গোছানো দল তৈরি করতে চাইছে বোর্ড। আর সেই ভাবনা থেকেই হার্দিককে দায়িত্ব দেওয়া হতে পারে। অধিনায়ক হিসেবে গত আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক।


আরও পড়ুন: অবশেষে অর্জুন পুরস্কার হাতে পেলেন চেতেশ্বর পূজারা