নয়াদিল্লি: শনিবার (১৯ নভেম্বর) অবশেষে নিজের অর্জুন পুরস্কার (Arjuna Award) হাতে পেলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বিসিসিআইয়ের তরফে ২০১৭ সালে পূজারার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তিনি সেই সময় কাউন্টি ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন বলে নিজের পুরস্কার গ্রহণ করতে পারেননি। কাল অনুরাগ ঠাকুরের হাতে অবশেষে সেই পুরস্কার পেলেন পূজারা। 


অর্জুন পুরস্কার পাওয়ার পর পূজারা সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া শেয়ার করেন। তিনি লেখেন, 'বিসিসিআই, ভারতীয় স্পোর্টস এবং অনুরাগ ঠাকুরকে অশেষ ধন্যবাদ যে তাঁরা দেরি করে আমার হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়ার জন্য সমস্তরকম বন্দোবস্ত করেছেন। এটা আমায় যে বছর দেওয়া হয়েছিল, সেই বছর ক্রিকেটের প্রতি আমার দায়বদ্ধতার জন্য আমি এটি গ্রহণ করতে পারেনি। আমি গর্বিত এবং কৃতজ্ঞ।' 


 






 


পূজারা ২০১৭ সালে ভারতের ঘরের মাঠে ১৩টি টেস্ট মরসুমের সাফল্যের অন্যতম কারণ ছিলেন। তিনি ওই মরসুমে মোট ১৩১৬ রান করেছিলেন। এক মরসুমে অন্য কোনও ভারতীয় ব্যাটার এত রান করেননি।


পাকাপাকিভাবে অধিনায়ক হার্দিক?


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালেই (Semifinal) স্বপ্নভঙ্গ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এরপরই নানা প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। কেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে না, টিম ম্য়ানেজমেন্টের সমালোচনা হয়েছিল। গতকাল চেতন শর্মার নেতৃত্বাধীন পুরো নির্বাচক মণ্ডলীকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার হয়ত টি-টােয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কও পেতে চলেছে ভারতীয় দল। সূত্রের খবর, রোহিত শর্মার পরিবর্তে কুড়ির ফর্ম্যাটের জন্য হার্দিক পাণ্ড্যকেই পুরোপুরি অধিনায়ক করা হতে পারে। 


বিশ্ব ক্রিকেটে অনেক দলই এখন বিভিন্ন ফর্ম্যাটে তাঁদের আলাদা আলাদা অধিনায়ক রেখেছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রথম সারির ২ দলও। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটতে পারে। রােহিত শর্মার বয়স ৩৫ বছর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ব্যাটিংয়ের প্রতিও সুবিচার করতে পারেননি হিটম্যান। মনে করা হচ্ছে যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ত রোহিতকে দলে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আগে থেকেই একটা গোছানো দল তৈরি করতে চাইছে বোর্ড। আর সেই ভাবনা থেকেই হার্দিককে দায়িত্ব দেওয়া হতে পারে। অধিনায়ক হিসেবে গত আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। 


আরও পড়ুন: বিশ্রাম সবার দরকার হয়, নিউজিল্যান্ডে দ্রাবিড়ের না যাওয়া প্রসঙ্গে সোজাসাপ্টা অশ্বিন