দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করল উগান্ডা। যে দলের সবচেয়ে বড় চমক, ৪৩ বছরের ফ্র্যাঙ্ক সুবুগা।


ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করল উগান্ডা। ব্রায়ান মাসাবাকে সেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের সিনিয়র স্তরে মূল পর্বে খেলবে উগান্ডা। মাসাবার নেতৃত্বে ১৫ সদস্যের দলে রয়েছেন ফ্র্যাঙ্ক সুবাগা (Frank Nsubuga)। অফস্পিনার অলরাউন্ডারের বয়স এখন ৪৩ বছর। তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হতে চলেছেন। ওমানের মহম্মদ নাদিম ও নাসিম খুশির রেকর্ড ভেঙে দিচ্ছেন সুবাগা। নাদিম ও খুশি, দুজনরই বয়স ৪১। 


 






ভারতের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার অভয় শর্মাকে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরুষদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দল ও মহিলা দলকে কোচিং করিয়েছেন অভয়। আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথ ভাবে আয়োজিত হতে চলেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। উগান্ডা প্রথম বার এই টুর্নামেন্টে অংশ নেবে। আর সেই দলকে কোচিং করাবেন ভারতের প্রাক্তনী।


জ়িম্বাবোয়েকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। গ্রুপ সি-তে ওয়েস্ট ইন্ডিজ়, নিউজ়িল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও আফগানিস্তানের সঙ্গে রয়েছে উগান্ডা। 


পুরো দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (উইকেটকিপার), কেনেথ ওয়াইসয়া, দীনেশ নাকরানি, ফ্র্যাঙ্ক সুবুগা, রোনক পটেল, রোজার মুকাসা, কসমাস কিয়েউটা, বিলাল হাসুন, ফ্রেড অ্যাকেলাম, রবিনসন ওবুয়া, সাইমন সেসাজ়ি, হেনরি সেনিয়োন্ডো, আল্পেশ রামজানি ও জুমা মিয়াজি।






আরও পড়ুন: প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ, মর্মাহত মেসি, শোকের ছায়া ফুটবলবিশ্বে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে