চেন্নাই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রায় দেড় মাস পরে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজ় দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। চেন্নাইয়ের চিপকে শুরু হবে সিরিজ়। এই মাঠে কিন্তু ভারতীয় দলের রেকর্ড খুবই ভাল।


চেন্নাইয়ের চিপকে মোট ৩৪টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে মাত্র সাতটিতে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। ১৫টি ম্যাচে জিতেছে ভারতীয় দল ১১টি ম্যাচ ড্র হয় এবং একটি ম্যাচ টাইয়ে শেষ হয়। বছর তিনেক আগে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার এই মাঠে টেস্ট খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচে ৩১৭ রানের বিরাট ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। 


চেন্নাইয়ে দুই ভারতীয় তারকার টেস্ট রেকর্ড চোখধাঁধানো। তাঁদের একজন হলেন বিরাট কোহলি এবং অন্যজন ঘরের ছেলে আর অশ্বিন। 'কিং কোহলি' চিপকে চার টেস্টে মোট ছয়টি ইনিংস খেলেছেন এখনও পর্যন্ত। তাঁর মোট সংগ্রহ ২৬৭ রান। কোহলি এই মাঠে একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর এই রেকর্ড কিন্তু কোহলিভক্তদের বেশ উৎসাহিত করবে। অপরদিকে, ঘরের ছেলে আর অশ্বিনের রেকর্ডও এই মাঠে অনবদ্য।


ভারতের ঙরের মাঠে অশ্বিন সবসময়ই ভারতীয় দলের বড় অস্ত্র। তাঁর ক্ষুরধার স্পিন বোলিং তো আছেই, চেন্নাইয়ে অশ্বিনের ব্যাট হাতে রেকর্ডও অনবদ্য। অশ্বিন ভারতের হয়ে চিপকে ছয়টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ব্যাটার অশ্বিন চেন্নাইয়ে মোট ২২৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৩০টি উইকেট। ১০৩ রানের বিনিময়ে সাত উইকেট নেওয়া এই মাঠে অশ্বিনের এক ইনিংসে সেরা বোলিং পারফরম্যান্স।


প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল-


রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল


প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল-


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসানলিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তাস্কিন আমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান ও খালেদ আমেদ।







আরও পড়ুন: পাকিস্তান সিরিজ় অতীত, ভারতের সফরের আগে কী বললেন বাংলাদেশ তারকা লিটন দাস?