দুবাই: চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নাগাড়ে আটটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। নবম ম্যাচে নেদারল্যান্ডসের (IND vs NED) বিরুদ্ধেও ভারতই ফেভারিট হিসাবে মাঠে নেমেছে। ডাচদের হারালে বিশিবকাপ জিততে হলে টিম ইন্ডিয়াকে নাগাড়ে ১১ ম্যাচ জিততে হবে। অপরাজিতভাবে বিশ্বকাপ জয় একেবারেই সহজ নয়। তবে টিম ইন্ডিয়ার প্রতি আস্থা রাখছেন ভিভ রিচার্ডস (Viv Richards)।


১৯৭৫ ও ১৯৭৯, ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে দুইটি বিশ্বকাপ জিতেছেন ভিভ। অনেকেই তাঁকে সর্বকালের সেরা ব্যাটার বলেও মনে করেন। ভিভ চান ভারতীয় দলের ক্রিকেটাররা যেন কোনও নেতিবাচক চিন্তা নিজেদের মাথায় আসতে না দেন এবং ঠিক যে উদ্যমে টিম ইন্ডিয়া এতদিন খেলছে, সেই উদ্যম নিয়েই খেলা চালিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি। আইসিসির হয়ে নিজের কলামে ভিভ লেখেন, 'ভারতীয় দল বিশ্বাস করে যে তারা এমনভাবে খেলে শেষ পর্যন্ত যেতে পারবে। আমি ওদের জায়গায় থাকলে আমার মানসিকতাও ঠিক এমনটাই হত। আগ্রাসীভাবেই খেলা চালিয়ে যেতাম। এমনভাবেই তো এতদিন সাফল্য এসেছে। সেটা বদলালে পরিস্থিতির বিপরীত হতে পারে।'


ভিভ মনে করেন টিম ইন্ডিয়া অপরাজিতভাবেই বিশ্বকাপ জিততে পারে। 'আমার মনে হয় ওরা অপরাজিতভাবেই বিশ্বকাপ জিততে পারে। এমন এক রেকর্ডের জন্য তো লড়াই করাই যায়। হ্যাঁ, মনে ভয় হতেই পারে যে এতদিন পর্যন্ত আমরা ভাল খেলেছি, সেমিফাইনালে খারাপ হতেই পারে, তবে এই নেতিবাচক চিন্তাধারাটা দূরে সরিয়ে রাখতে হবে।' মত ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। সর্বকালের সর্বাধিক ওয়ান ডে শতরান হাঁকানোয় সচিনের কৃতিত্বে বসিয়েছেন ভাগ। ভিভ কিন্তু সচিনের সঙ্গে কোহলিকেও একই সারিতে বসান। তিনি বলেন, 'আমি বিরাটের ভক্ত। বরাবরই ওকে আমার খুব পছন্দ। ও প্রতিনিয়ত প্রমাণ করে কেন ও সচিনের একই সারিতে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার দাবিদার।' ভিভের মতে কোহলির মানসিকতাই কিন্তু তাঁকে আর পাঁচটা ক্রিকেটারের থেকে সম্পূর্ণ আলাদা করে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: রোহিতের নেতৃত্বে মুগ্ধ দ্রাবিড়, নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতীয় অধিনায়ককে দিলেন দরাজ সার্টিফিকেট