শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে স্বপ্নভঙ্গ হয়েছিল। হেরে বিশ্বকাপের ফাইনালের টিকিট হাতছাড়া করতে হয়েছিল। সেদিন চোখের জলে মাঠে ছেড়েছিলেন রশিদ, নবিরা। তার ২ মাসের মাথায় এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল আফগান ক্রিকেট দল। দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেদের প্রথম ওয়ান ডে ফর্ম্য়াটে জয় ছিনিয়ে নিল আফগানরা। এর আগে কোনও ফর্ম্য়াটেই প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারেনি আফগান শিবির।


ফাজাল্লাখ ফারুখি ও ১৮ বছরের তরুণ বোলার আল্লাহ মহম্মদের দুরন্ত স্পেলে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। ম্য়াচে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রাম। ওপেনিংয়ে রেজা হেন্ড্রিক্স ও জর্জি কেউই সেভাবে রান করতে পারেননি। ৯ রান করে রেজা ও ১১ রান করেন টনি ডে জর্জি। মারক্রাম মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। খাতাই খুলতে পারেননি স্টাবস। লোয়ার অর্ডারেও কোনও ব্যাটারই রান পাননি। ফলে ৩৩.৩ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 


আফগানিস্তানের বোলারদের মধ্যে ফারুখি ৭ ওভারের স্পেলে ৩৫ রান খরচ করে ৪ উইকেট নেন। আল্লাহ নিজের ১০ ওভারের স্পেলে ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। রশিদ খান ৮.৩ ওভারে ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।  


 






রান তাড়া করতে নেমে কেকেআর তারকা রহমনউল্লাহ গুরবাজ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর রিয়াজ হাসান ও রহমত শাহ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। রিয়াজ ১৭ ও রহমত ৮ রান করেন। ক্যাপ্টেন হসমতউল্লাহ শাহিদি ১৬ রান করেন। আজমাতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নঈব মিলে দলের জয় নিশ্চিত করে ফেলেন। ওমরজাই ২৫ ও নঈব ৩৪ রানের ইনিংস খেলেন। ২৬ ওভারেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। প্রোটিয়া বোলারদের মধ্যে ফর্টুন ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান এনগিডি ও মারক্রাম। ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ফাজাল্লাখ ফারুখি। 


আরও পড়ুন: জীবনদান পেলেন রবীন্দ্র, অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন অশ্বিন-জাডেজা