রাঁচি: আইপিএলের (ISL 2024) আগে রাঁচির মন্দিরে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। এই মুহূর্তে ২২ গজে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। এই বছরই আইপিএলে শেষবার হয়ত দেখা যেতে পারে ২ বারের বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে। এবার রাঁচির মা দেওয়ারি মন্দিরে পুজো দিলেন ক্যাপ্টেন কুল। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ধোনিকে দেখে ভক্তরা সবাই ভিড় করেছেন তাঁকে দেখার জন্য। 

 

 

ধোনি সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন। এই নিয়ে তাঁকে অতীতেও ব্যাখা দিতে শোনা গিয়েছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায় যে তিনি কখনই সোশ্যাল মিডিয়া পছন্দ করেননি। ধোনিকে বলতে শোনা যায়, 'আমার কখনই সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ ছিল না। আমি ২০০৪ সালে খেলা শুরু করি। কিছুদিন পরে ট্যুইটারের প্রচলন বাড়ে, তারপর ইনস্টাগ্রাম আসে। এতদিনে প্রচুর ম্যানেজারের সঙ্গে কাজ করেছি এবং প্রত্যেকেই আমায় পিআরের জন্য বলেছিল, যাতে আমার এটা ওটা বজায় থাকে। তবে প্রত্যেককে আমি একটাই কথা বলি যে ভাল ক্রিকেট খেললে পিআরের কোনও প্রয়োজন হয় না।'

ধোনির পিআর সম্পর্কিত এই মন্তব্যেই বোঝা যায় তিনি ভিন্ন। তিনি বহুদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কেবল আইপিএলেই তাঁর দেখা মেলে। সেই দিকেই তাকিয়ে থাকেন ধোনিপ্রেমীরা। এবারেও মাহিকে সিএসকের জার্সিতে খেলতে দেখা যাবে। আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়েও আপডেট দিলেন ধোনি। 'ক্যাপ্টেন কুল' বলেছেন, 'আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।'

আরও পড়ুন: ফের ব্যর্থ রোহিত-জয়সওয়াল, শতরান শার্দুলের, রঞ্জিতে বল হাতে কামাল জাডেজার