মুম্বই: জাতীয় দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকদিন। রঞ্জি ট্রফিতেও মুম্বইয়ের হয়ে আহামরি ফর্ম নন তিনি। সেই অজিঙ্ক রাহানেরই (Ajinkya Rahane) ব্যাটিং টেকনিকে খুঁত ধরিয়ে দিলেন তাঁর ভারতীয় দলের সতীর্থ আর অশ্বিন (R Ashwin)!


বর্তমানে মুম্বই বনাম বিদর্ভের রঞ্জি ট্রফি ফাইনাল (Ranji Trophy 2024 Final) ম্যাচ চলছে। সেখানেই রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে। দলের হয়ে ফাইনাল ম্যাচে দ্বিতীয় ইনিংসে এক লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলেন অভিজ্ঞ রাহানে। তবে ইনিংসের শুরুটা তাঁর জন্য আদর্শ ছিল না। খুবই নড়বড়েভাবে শুরুটা করেছিলেন তিনি। এমনকী তাঁকে একবার এলবিডব্লু আউটও দেন আম্পায়ার। তবে ডিআরএসের সৌজন্যে জীবনদান পেয়ে যান রাহানে। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় রাহানের ব্যাটের কাণায় বল লেগে তারপরেই তা প্যাডে লাগে। তিনি নট আউট।


অশ্বিন এই ম্য়াচের দিকে নজর রেখেছেন। নিজের সোশ্যাল মিডিয়া মারফত তিনি রাহানের স্ট্রেট ড্রাইভ করার সময় এক খুঁত বের করেন। সকলের সঙ্গে তা ভাগও করেন। রাহানে শেষমেশ হর্ষ দুবের বলে ৭৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ম্যাচের রাশ কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে মুম্বইয়ের হাতেই। তাঁরা নিজেদের ৪২তম রঞ্জি জয়ের পথে অগ্রসর। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৫ ওভার শেষে রাহানের নেতৃত্বাধীন দলের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২২২ রান। ইতিমধ্যেই ৩৪২ রানের লিড নিয়ে নিয়েছে মায়ানগরীর দলটি।


 



রাহানের টেকনিকে ত্রুটি


অবশ্য গতকাল দিনের খেলা শেষ হওয়ার আগেই ম্যাচের রাশ চলে এসেছিল রাহানেদের হাতে। তাদের প্রথম ইনিংসে তোলা ২২৪ রানের জবাবে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। ব্যাটিং ভরাডুবি হল বিদর্ভের। সর্বোচ্চ রান? যশ রাঠৌরের ২৭! দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন ব্যাটার। যশ রাঠৌর ছাড়া ওপেনার অথর্ব তাইডে (২৩ রান), আদিত্য ঠাকরে (১৯ রান) ও যশ ঠাকুর (১৬ রান)। মাত্র ৪৫.৩ ওভারে অল আউট হয়ে যায় বিদর্ভ। 


৩টি করে উইকেট নেন ধবল কুলকার্নি, শামস মুলানি ও তনুশ কোতিয়ান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বসেছিল মুম্বই।  ১ উইকেট শার্দুল ঠাকুরের। তবে ৩৪/২ হয়ে যাওয়ার পর ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন মুম্বইয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে ও তরুণ মুশির খান। এদের সুবাদেই মুম্বই এত ভাল জায়গায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: দুরন্ত ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প, বোল্ড হয়ে বিশ্বাসই হচ্ছিল না পৃথ্বীর