Ranji Trophy: রোহিত থেকে ঋষভ, রঞ্জি প্রত্যাবর্তনে একই ছবি, ব্যর্থ টিম ইন্ডিয়ার তারকারা

Ranji Trophy Match Updates: পরপর দুই সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেইমতো তারকারা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে নেমেছেন।

Continues below advertisement

নয়াদিল্লি: জায়গা বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, এমনকী স্তরও বদলেছে, তাও বদলাল না ভাগ্য। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) ব্যাটে নেমেও ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নেমে দুই অঙ্কের রানও করতে পারলেন না তিনি। অবশ্য তিনি একা নন, ছবিটা কার্যত সকল প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের জন্যই এক।

Continues below advertisement

পরপর দুই লাল বলের সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেই মতোই রঞ্জির এই লেগে মাঠে নামেন রোহিত শর্মা (Rohit sharma), ঋষভ পন্থ (Rishabh Pant), শুভমন গিলরা (Shubman Gill)। তবে প্রথম সারির কোনও ভারতীয় তারকাই নিজেদের রঞ্জি প্রত্যাবর্তনে রান পেলেন না। ঋষভ পন্থ এক রানে ফেরেন। রোহিতকে জম্মু ও কাশ্মীর তিন রানে সাজঘরে ফেরায়। যশস্বী জয়সওয়ালের সংগ্রহ চার। শ্রেয়স আইয়ার ১১। আর পাঞ্জাবের হয়ে গিলের সংগ্রহ চার রান। অর্থাৎ ভারতীয় তারকারা যে সকলেই বড় রান করতে ব্যর্থ, তা কিন্তু বলাই বাহুল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সকল ব্যাটারই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেই বড় টুর্নামেন্টের আগে এহেন ফর্ম কিন্তু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

রোহিত অফ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়েই বিপাকে পড়েন। তাঁর ব্যাটের কাণায় বল লেগে হাওয়ায় উঠে যায় এবং সহজ ক্যাচ দিয়েই আউট হন তিনি। মুম্বইয়ের কার্যত গোটা টপ অর্ডারই ব্যর্থ। ৫০ রানের গণ্ডি পার করার আগেই সাত উইকেট হারিয়ে ফেলে মুম্বই। তবে শার্দুল ঠাকুরের প্রতিআক্রমণে কিছুটা লড়াইয়ে ফিরেছে মুম্বই দল। শতরানের গণ্ডি পার করেছে দল।

 

অপরদিকে, ঋষভ পন্থ নিজের শেষ রঞ্জি ম্য়াচে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এদিন সৌরাষ্ট্রের ধরমেন্দ্র জাডেজার বলে আউট হন তিনি। তবে সম্ভবত সবথেকে খারাপ অবস্থা পাঞ্জাবের। মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গোটা পাঞ্জাব দল। ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে কর্ণাটকেরই হাতে, তা কিন্তু বলাই বাহুল্য। তবে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়া ক্রিকেটাররা যে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছেন, তা কিন্তু বলাই বাহুল্য। 

আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় দলের মতো খেলতে চান না সূর্যকুমার, কিন্তু কেন? 

Continues below advertisement
Sponsored Links by Taboola