কলকাতা: বছরের শুরুটা ভারতীয় দল দুরন্তভাবে করলেও, ইংল্যান্ডের শুরটা হল হতাশাজনক। প্রথম টি-টোয়েন্টিতে (IND v ENG 1st T20I) ভারতের বিরুদ্ধে মাত্র ১৩২ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১২.৫ ওভারে সাত উইকেট বাকি রেখেই ভারত ম্যাচ জিতে নেয়। তবে দল পরাজিত হলেও, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) যা করলেন, তাতে আট থেকে আশি সবাই মুগ্ধ।
ইংল্যান্ডের অধিনায়ক বাটলার ইডেনে উপস্থিত ভারতীয় হুইলচেয়ার দলের ক্রিকেটার ধর্মবীর পালের অটোগ্রাফ নেন ব্যাটে। সোশ্যাল মিডিয়ায় বাটলারের অটোগ্রাফ নেওয়ার ভিডিওটি আপলোড করা হয় এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে বাটলারকে এক ব্যাট হাতে ধর্মেন্দ্রর দিকে হেঁটে যেতে দেখা যায়। তারপরেই দুইজনে খানিক কথাবার্তা বলেন ও আলাপচারিতার পর্ব সারেন। এরপরেই তাঁর উদ্দেশে সই করার জন্য ব্যাটটা বাড়িয়ে দেন ইংল্যান্ডের অধিনায়ক। হাসিমুখেই ধর্মেন্দ্র সেই ব্যাটে সই করেন। সকলেই বাটলারের এই কর্মকাণ্ডে মুগ্ধ। অনেকেই তাঁকে মাটির মানুষ হিসাবে দাবি করে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন।
প্রসঙ্গত, গত রাতে ইডেনে বাটলার দুরন্ত ব্যাটিং করলেও, তাঁর দলের বাকি ব্যাটাররা তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের ভিত গড়েন ভারতীয় বোলাররা। বরুণ চক্রবর্তীর ভেল্কি এবং অর্শদীপ সিংহের স্যুইংয়ে জস বাটলার বাদে সিংহভাগ ইংল্যান্ড ব্যাটাররাই নাকানি চোবানি খায়। বাটলারের ৬৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুক। এই পরিসংখ্যানই ইংল্যান্ড ব্যাটারদের ব্যর্থতার কথা প্রকাশ করে।
শুরুতে অর্শদীপ ওপেনারদের ফেরান, আর মিডল ওভারে পার্টনারশিপ ভাঙার দায়িত্বটা সামলান বরুণ। ইংল্যান্ড মাত্র ১৩২ রানেই অল আউট হয়ে যায়। জবাবে অভিষেক শর্মার ৭৯ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল মাত্র ১২.৫ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় দলের মতো খেলতে চান না সূর্যকুমার, কিন্তু কেন?