নয়াদিল্লি: ২২ জানুয়ারি থেকে কলকাতায় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের সাদা বলের সিরিজ়। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণাও করে দিয়েছে নির্বাচকমণ্ডলী। সেই দলে রয়েছেন মহম্মদ শামি। এক বছরেরও অধিক সময় পর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। তাঁর পাশাপাশি দলে সুযোগ পাওয়া অন্য দুই ফাস্ট বোলার হলেন অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা।


ইংল্যান্ডের বিরুদ্ধে এই আসন্ন বিশ ওভারের সিরিজ়েই কিন্তু অর্শদীপের সামনে ইতিহাস গড়ার বিরাট সুযোগ রয়েছে। ভারতীয় দলের হয়ে খুব বেশিদিন হয়নি তিনি খেলা শুরু করেছেন। তবে এর মধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অর্শদীপ সিংহ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ়েও তাঁর দিকে নজর থাকবেই। তিনি কিন্তু এই সিরিজ়েই ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন।


এখনও পর্যন্ত অর্শদীপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৫টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র দুইটি উইকেট নিলেই তিনি যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। চাহাল এই সিরিজ়ে সুযোগও পাননি। তাই অর্শদীপের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পাশপাশি প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেটের গণ্ডিও পার করতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এই দুই রেকর্ডই কিন্তু তাঁর পক্ষে খুব কষ্টকর নয়। 


তবে এই সিরিজ়ে কিন্তু নিঃসন্দেহে লাইমলাইট থাকবে মহম্মদ শামির ওপর। সেই ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল। তারপর থেকে চোট, অস্ত্রোপ্রচার এইসব নিয়ে টিম ইন্ডিয়ার দলে সুযোগ পাননি শামি। তবে তিনি অবশেষে ফিরছেন। এছাড়াও দলে রয়েছে একাধিক চমক। যার মধ্যে অন্যতম, সহ অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের নির্বাচন। দলে হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও অক্ষরকে সহ অধিনায়ক করা হয়েছে। কারও কারও মতে, গুজরাতের ক্রিকেটার হওয়ার কারণেই কি সহ-অধিনায়ক করা হল অক্ষরকে? আঙুল তোলা হচ্ছে ভারতীয় বোর্ডের জয় শাহ লবির দিকে। কারও কারও মতে, হার্দিক পাণ্ড্যকে পুরোপুরি উপেক্ষা করার মতো জায়গা কি সত্যিই রয়েছে?


দলে রাখা হয়নি ঋষভ পন্থকে। আইপিএলের নিলামে পন্থ যতই রেকর্ড অঙ্কে বিক্রি হোন না কেন, ভারতের টি-২০ দলে জায়গা পেলেন না। টি-২০ দলে পন্থের আগে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। এঁদের মধ্যে সঞ্জুর জায়গা পাওয়া নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, শৃঙ্খলাজনিত কারণে কেরলের রাজ্য দল থেকেই বাদ পড়েছেন সঞ্জু। রাজ্য দলে না থাকা কোনও ক্রিকেটারকে কীভাবে জাতীয় দলে সুযোগ দেওয়া হল, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।


আরও পড়ুন: কী বলছে ইতিহাস? চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু দুবাইয়ে ভারতীয় দলের রেকর্ড কেমন?