ম্যাঞ্চেস্টার: গত টেস্ট ম্যাচ জিতে অ্যাশেজ সিরিজ (Ashes Series 2023) জয়ের আশা টিকিয়ে রেখেছিল ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের (ENG vs AUS 4thTest) প্রথম দিনশেষে বোলারদের দৌরাত্ম্যে ম্যাচে বেশ ভাল জায়গায় ইংল্যান্ড। অল্পের জন্য ৩০০ রানের গণ্ডি পার করতে পারলেন না অজিরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর আট উইকেটের বিনিময়ে ২৯৯ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস (Chris Woakes) চার উইকেট নেন। এই ম্যাচেই আবার মাত্র পঞ্চম বোলার হিসাবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)।
লাঞ্চ বিরতিতে দুই উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনেই সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। এদিন টসে জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। দিনের শুরুতেই খাওয়াজাকে তিন রানে সাজঘরে ফেরান ব্রড। আগ্রাসী মেজাজে ব্যাট করা ওয়ার্নারকে ৩২ রানে আউট করেন ওকস। মার্নাস লাবুশেন এবং ওয়ার্নারের ৪৬ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি। লাঞ্চের পর অজিদের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন স্টিভ স্মিথ ও লাবুশেন। দুইজনে ৫৯ রানের পার্টনারশিপও গড়েন। তবে স্মিথের (৪১) স্টাম্প ভেঙে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান ক্রিস উড।
স্মিথ আউট হওয়ার ব্যাটে নেমে ট্র্যাভিস হেড নিজের আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেন। লাবুশেনও নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে হাফসেঞ্চুরির পরেই ওভারেই ৫১ রানে তাঁকে আউট করেন মঈন আলি। অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশন শেষ করে চার উইকেটের বিনিময়ে ১৮৭ রানে। তৃতীয় সেশনের শুরুটা করেন হেড ও মিচেল মার্শ। তবে প্রথম ওভারেই অর্ধশতরানের আগেই (৪৮) হেডকে ফিরিয়ে নিজের টেস্ট কেরিয়ারের ৬০০তম উইকেটটি নিয়ে ফেলেন ব্রড।
হেড আউট হলেও মার্শ এবং আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দ্রুত গতিতে রান তুলত থাকেন। তাঁরাই অস্ট্রেলিয়াকে ২০০ রানের গণ্ডি পার করান। ষষ্ঠ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন দুইজনে। মিচেল মার্শ হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন। তবে পরের ওভারেই দুই ব্যাটারকেই সাজঘরে ফেরান ক্রিস ওকস। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক এরপর অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার নেন। তবে শেষবেলায় ক্যারিকে ২০ রান করে আউট করেন ওকস। দিনের শেষে ক্রিজে আছেন স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। স্টার্ক চারটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। কামিন্স ১ রান করে ব্যাট করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম