কলম্বো: এক ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল ও হার্দিক পাণ্ড্যর উইকেট। অনেকের কাছেই এটা শুধুই স্বপ্নের। তবে এই স্বপ্নকেই সত্যি করলেন শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) তরুণ স্পিনার দুনিথ ওয়ালালাগে। ধস নামালেন ভারতীয় (Indian Cricket Team) টপ অর্ডারে। আর লোয়ার অর্ডারের জন্য তৈরি ছিলেন চরিথ আসালঙ্কা। এই দুই স্পিন তারকার ফাঁদেই সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে (IND vs SL) মাত্র ২১৩ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই বদলে গেল টিম ইন্ডিয়ার ভাগ্য।


পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জয়ের ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমে পড়তে হয়েছে ভারতীয় দলকে। বল হয়ে থাকে যে ২২ গজে প্রতিটি দিনই নতুন দিন। এই ম্যাচেই প্রচলিত প্রবাদবাক্যটির হাতেনাতে প্রমাণ মিলল। যে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র দুই উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছিল। সেই দলই কোনওরকমে দু'শো রানের গণ্ডি পার করল। বল হাতে ভারতীয় দলকে বেগ দিলেন শ্রীলঙ্কান স্পিনাররা। তবে শুরুতে কিন্তু এমন ব্যাটিং বিপর্যয়ের আভাস পাওয়া যায়নি।


রোহিত শর্মা ও শুভমন গিল পাকিস্তান ম্যাচের মতো এ ম্যাচেও শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন। দুই ওপেনার ওপেনিং পার্টনারশিপে ৮০ রান যোগ করেন। অনবদ্য এক বলে ১৯ রানে গিলের অফস্টাম্প ছিটকে দিয়ে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন ওয়ালালাগে। রোহিত অবশ্য অর্ধশতরান পূরণ করেন। তবে তারপরেই তিনিও ৫৩ রানে আউট হন। পরপর তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়া টিম ইন্ডিয়াকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নেন ঈশান কিষাণ ও গত ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান কেএল রাহুল।


চতুর্থ উইকেটে দুইজনে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। তবে বল হাতে তুলে নিয়েই ফের একবার দ্বীপরাষ্ট্রকে সাফল্য এনে দেন ওয়ালালাগে। ৩৯ রানে আউট হন রাহুল। ওয়ালালাগের পর বল হাতে স্পিনের ফাঁদ তৈরি করেন আসালঙ্কা। তিনি একে একে ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজাদের ফেরান। শেষের দিকে অক্ষর পটেলের লড়াকু ২৬ রানের সুবাদে ভারতীয় দল কোনওরকমে দুইশো রানের গণ্ডি পার করে। ওয়ালালাগে পাঁচ, আসালঙ্কা চার ও থিকসানা একটি উইকেট নেন। এই প্রথমবার এশিয়া কাপে ভারতীয় দল স্পিনারদের বিরুদ্ধে ১০ উইকেট হারাল। ২১৩ রানের পুঁজি নিয়ে ভারতীয় দল জয় ছিনিয়ে নিতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়। এই ম্যাচে কিন্তু ভারতের কাছেও তিনজন স্পিনারের বিকল্প রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চোট কি গুরুতর? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেন খেলছেন না শ্রেয়স?